আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সারির একটি দলের থেকে খারাপ ক্ষেত্ররক্ষণ ও নিম্নমানের উইকেট কিপিং কোন ক্রিকেটপ্রেমী আশা করেনা। খারাপ ফিল্ডিং প্রত্যেকটি ক্রিকেটপ্রেমীকে হতাশ করে তারা চায় তাদের পছন্দের ক্রিকেটাররা অসাধারণ অসাধারণ ফিল্ডিং এর মাধ্যমে তাদের মন জয় করে নেবে।
রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অত্যন্ত নিম্নমানের ফিল্ডিং করতে দেখা গেল ভারতীয় খেলোয়াড়দের। ক্যাচ মিস, ওভার-থ্রো তে রান দেওয়া তো রয়েছেই তার থেকেও বেশি হতাশাজনক ব্যাপার হল উইকেটকিপার রিষভ পন্থের ভুল। এরকম ভুল গলি ক্রিকেটেও দেখা যায় না।
ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন উইকেটকিপার তিন স্টাম্পের আগে কখনোই বল ধরতে পারেন না সর্বদা স্টাম্পের পিছনে বল ধরতে হয়। এই সাধারণ ভুলটিই করেন রিষভ পন্থ। তাই বাংলাদেশী ওপেনার লিটন দাস আউট হয়েও জীবনদান পান।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয় অর্থাৎ ভারতের কাছে যার জন্য লক্ষ্যমাত্রা স্থির হয় ১৫৪ এবার ভারত এই লক্ষ্যে পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।