আগামী ৩ জানুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের সিরিজ খেলতে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। ইতিমধ্যে চেতন শর্মার নেতৃত্বে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় দল নির্বাচকরা। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে, রোহিত এবং বিরাটকে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাক্তিগত কারনে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন রাহুল।
উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই রাহুল আথিয়াকে বিয়ে করতে চলেছেন। তবে তিনজনই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ফিরবেন বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে। তবে ঋষভ পন্থ টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওডিয়াই সিরিজটিও মিস করবেন। এখন টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে উইকেটকিপিংয়ের জন্য ভারতের প্রথম পছন্দ ঈশান কিশান এবং সঞ্জু স্যামসন।
Rishabh pant out from limited over cricket and KL rahul still in team as WK in one day, Sanju samson also not in ODI team, what’s going on 😳#INDvsSL
— Satya Chaudhary (@satyagodara) December 27, 2022
বর্তমানে টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নতুন দল দেখে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার দেখাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। ঋষভ পন্থকে নিয়ে ট্রোল করেছেন স্যামসন ভক্তরা। কারণ বিগত কয়েক বছরে ঋষভ পন্থ ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যার্থ হলেও সুযোগ দেওয়া হয়নি দূর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন। তাই নির্বাচকরা ঋষভ পন্থকে দল থেকে অপসারন করতেই তাকে নিয়ে হাসাহাসি-তে মেতেছেন সঞ্জুর সমর্থকরা।
Finally Rishabh Pant dropped from limited overs format 🙌
Good decision by BCCI 👏
Big opportunity for Sanju Samson🤞
Surya kumar Yadav announced as a vice-captain in T20 💥#INDvsSL #pant
— Vishal Shinde (@Vishal_Fantasy) December 27, 2022
No reason known, but if it isn’t resting him or him working on something specific, dropping Rishabh Pant from the ODI team is truly shocking.
Avg 44, SR 101 since 2021.#INDvSL https://t.co/eM34QpDBP3
— Rohit Sankar (@imRohit_SN) December 27, 2022
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (ভিসি), ঈশান কিশাণ (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল , আরশদীপ সিং, হার্সেল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং।