৭ ই সেপ্টেম্বরে চন্দ্রযান ২ এর ব্যর্থতার পর গগনযান প্রকল্প। আরো উন্নত পর্যায়ের মহাকাশ গবেষনা চালিয়ে যাওয়ার জন্য ইসরোকে ঢেলে সাহায্য করতে চায় কেন্দ্র। তাই গগনযান প্রকল্পকে সফল করতে অর্থ ঢালতে প্রস্তুত ইসরো। আগামী ২০২২ সালে মহাকাশচারী পাঠানোর খরচ ধরা হয়েছে দশ হাজার কোটি টাকা।
এই প্রকল্পের জন্য ১২ জন বায়ুসেনাল পাইলটকে বাছা হয়েছে। রাশিয়ায় প্রশিক্ষণের পর তাদের বাছাই করা হবে। এই প্রকল্পের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে ইসরো। মহাকাশচারীদের স্বাস্থ্য সংক্রান্ত মনিটর, প্যারাসুট, আপতকালীন কিট, মহাকাশের খাদ্য তৈরি করবে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও।