Today Trending Newsক্রিকেটখেলা

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

Advertisement

তৃতীয় ও অন্তিম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত শ্রীলঙ্কার সামনে ২০২ রানের বিশাল এক লক্ষ্য স্থির করে। আজ ভারতীয় একাদশের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও অনেকগুলি পরিবর্তন হয়। ভারতীয় দুই ওপেনার প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেন, তাদের যোগ্য সঙ্গ দেন বাকি ব্যাটসম্যানরাও। ভারতীয় ইনিংসের শেষের দিকে তাণ্ডব চালান শার্দুল ঠাকুর। মাত্র ৮ বল খেলে ২২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।

২০১৫ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার ৭৩ ম্যাচ পর আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সঞ্জু স্যামসন সেভাবে দাগ কাটতে পারেননি। প্রথম বলে ৬ মেরে দ্বিতীয় বলে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন তিনি তারপর একটি স্ট্যাম্পিং করেন সঞ্জু। অনেকদিন পর ম্যাচ খেলা মনীশ পান্ডে দারুন প্রদর্শন করেন। মাত্র ১৮ বল খেলে ৩১ রান করেন তিনি এছাড়াও একটি দুর্দান্ত রানআউট করেন এবং একটি ক্যাচ ধরেন মনীশ।

আরও পড়ুন : ৭৩ তম ম্যাচের পর ভারতীয় দলে সুযোগ সঞ্জু স্যামসনের

ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। মাত্র ১৫.৫ ওভারেই ১২৩ রানে অলআউট হয়ে যায় তারা। মাত্র দুজন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেন। ধনঞ্জয়া ডি সিলভা সর্বোচ্চ ৫৭ রান করেন। ম্যাথিউজ করেন ৩১ রান। ভারতীয়দের পক্ষে নবদীপ সাইনি তিনটি, শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর দুটি করে এবং বুমরাহ একটি উইকেট দখল করেছেন।

Related Articles

Back to top button