এবার কোন আন্তর্জাতিক ম্যাচে বিস্ফোরক পারফরমেন্স ব্যতীত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়লেন ভারতীয় এক মহিলা ক্রিকেটার। লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিজয়পুরের একটি সুপার মার্কেটে। ভারতীয় ওই মহিলা ক্রিকেটারের পুরো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমতো হতাশ করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ভিডিওতে দেখা গেছে, ভারতীয় ওই মহিলা ক্রিকেটার সুপার মার্কেটে কর্মরত একজন কর্মীর উপর চড়াও হচ্ছেন। পাশাপাশি কথার তীর নিক্ষেপ করছেন ওই কর্মীর দিকে।
জানলে অবাক হবেন, নোংরা এই ঘটনাটি ঘটিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের উল্লেখযোগ্য সদস্য রাজেশ্বরী গায়কওয়াড। এদিন তিনি প্রসাধনী কিনতে কর্নাটকের একটি সুপার মার্কেটে প্রবেশ করেন। সেখানে কোনো কারণবশত এক কর্মচারীর সাথে দুর্ব্যবহার শুরু করেন রাজেশ্বরী। ওই সুপার মার্কেটের কর্মীর সাথে করা দূর ব্যবহারের সমস্ত চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মনে করা হচ্ছে, সুপার মার্কেট কর্তৃপক্ষের তরফ থেকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেও করতে পারতো। যা রাজেশ্বরীর ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের জন্য যথেষ্ট বলে মনে করছেন নেট প্রেমীরা।
সুপার মার্কেটে ওই কর্মীর সাথে কথার জালে জড়িয়ে পড়ার পর রাজেশ্বরীর একাধিক ভক্ত কিংবা পরিবারের সদস্যরা ওই কর্মীর দিকে চড়াও হন। যে বিষয়টি পুরোপুরিভাবে ধরা পড়েছে সিসিটিভিতে। মনে করা হচ্ছে, পুলিশের সহযোগিতা গ্রহণ করলে নিঃসন্দেহে শাস্তির মুখে পড়তেন ভারতীয় ওই মহিলা ক্রিকেটার। সূত্রের খবর, দুই পক্ষ থেকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি ইতিমধ্যে মিটিয়ে নেওয়া হয়েছে।
এক নজরে দেখে নিন, ভারতীয় জার্সিতে রাজেশ্বরীর ক্রিকেট ক্যারিয়ার-
রাজেশ্বরী গায়কওয়াডের ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। রাজেশ্বরী গায়কওয়াড এখনও পর্যন্ত ভারতের হয়ে দুটি টেস্ট, ৬৪টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।টেস্ট ম্যাচে রাজেশ্বরীর মোট পাঁচ উইকেট এবং ওয়ানডেতে ২০.৭৯ গড়ে ৯৯ উইকেট দখল করেছেন। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে রাজেশ্বরী ১৭.৪০ গড়ে ৫৪ উইকেট নিয়েছেন।