Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নাটকীয় জয় পেল ভারত, পিছিয়ে থেকেও ৬৬ রানে ইংল্যান্ডকে হারাল বিরাটের দল

Updated :  Tuesday, March 23, 2021 9:40 PM

প্রথম ওয়ানডে ম্যাচেও জারি রইল ভারতের জয়জয়কার। ৬৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ কবজা করল বিরাট এন্ড কোং। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান লক করে ভারত। তাঁর জবাবে ৪২.১ ওভারের মাথায় ২৫১ রান করে গুটিয়ে যায় গোটা ইংল্যান্ড বাহিনী। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া ও কেকেআরের ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণ পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেন।

প্রথম ওয়ানডে ম্যাচে ওপেনার হিসেবে কোহলি রোহিত শর্মার সাথে শিখর ধাওয়ানকে নির্বাচন করেন। ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শিখর। ১০৬ বলে ৯৮ রান দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগান তিনি। এর আগে টি২০ টুর্নামেন্টে ওপেনিং স্লটে খারাপ পারফরমেন্সের জন্য বাদ যেতে হয়েছিলো তাঁকে। ১১ টি চার এবং ২ টি ছক্কায় সাজানো শিখরের ইনিংস বহুল প্রশংসা পায়। অন্যদিকে রোহিত শর্মা ৪২ বলে ২৮ রান করে স্টোকসের বলে ক্যাচ আউট হন। দলের ৬৪ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ক্যাপ্টেন কোহলি ক্রিজে নেমে রান টেনে তুলতে সঙ্গ দেন। ৬০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ৩২.১ ওভারের মাথায় ১৬৯ রানে মার্ক উডের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শ্রেয়স আইয়ার করে ৯ বলে ৬ রান। ৩৪.৫ ওভারে তৃতীয় উইকেটের পতন ঘটে। শ্রেয়স আইয়ারও মার্ক উডের বলে ক্যাচ আউট হন।

স্টোকসের বলে ক্যাচ আউট হন হার্দিক পান্ডিয়া। এদিকে ডেবিউ ম্যাচে দুর্দান্ত নক খেলেন ক্রুণাল। ওয়ানডে অভিষেকেই বিশ্বের দ্রুততম ডেবিউ ব্যাটসম্যান হয়ে ওঠেন তিনি। ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর এই নজরকারা ইনিংস ভারতকে ৩১৭ রানে পৌঁছাতে সাহায্য করে। ইংল্যান্ডের হয়ে বোলিং বিভাগে ম্যাজিক দেখান বেন স্টোকস। ৮ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট নেন তিনি। অন্যদিকে বেন স্টোকস পান ২ টি উইকেট। বাকি বোলাররা উইকেটের খাতা খোলেননি।

বোলিং বিভাগেও ভারতের পারফরমেন্স ছিল নজরকারা। প্রথম দিকে ইংল্যান্ড ভারতীয় বোলারদের ঠেকিয়ে রাখতে পারলেও শেষরক্ষা হয়নি। প্রসিধ কৃষ্ণও তাঁর ডেবিউ ম্যাচে ৪ টি উইকেট নিয়ে তাক লাগান। তাঁর পাশাপাশি শার্দুল ঠাকুরও নেন ৩ টি উইকেট। ভুবনেশ্বর কুমার নেন ২টি উইকেট। ক্রুণাল পান ১ টি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন জনি বেয়ারস্টো। ৬৬ বলে তিনি ৯৪ রান সংগ্রহ করেন। শার্দুল ঠাকুরের বলে কুলদীপ যাদবের দ্বারা ক্যাচ আউট হন তিনি। জেসন রয় করেন ৪৬ রান। এরপরে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের তালিকায় মঈন আলি (৩০), ক্যাপ্টেন মর্গান করেন ২২, স্যাম বিলিংস ১৮, স্যাম কারান করেন ১২ রান। প্রথম ম্যাচে জয়লাভ করে ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থাকল টিম ইন্ডিয়া।