লাদাখ: চারদিনের মায়ানমার সফর বাতিল করলেও আজ, বৃহস্পতিবার দু’দিনের জন্য লাদাখ সফরে যাচ্ছেন সেনাপ্রধান মনোজ মুকুল নারাভানে। সীমান্তে ভারতীয় সেনাদের প্রস্তুতি দেখার জন্যই মূলত তাঁর এই সফর। শুধু তাই নয়, সেনাপ্রধান লাদাখে ফিল্ড অফিসারদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে।
লাদাখে গিয়ে কমান্ডরদের সঙ্গে সেনাপ্রধানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথাও সূত্র মারফত জানা গিয়েছে। চিন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে সেনাপ্রধান নারাভানের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা আগ্রাসনে যুদ্ধের মেঘ দেখে মায়ানমার সফর বাতিল করেন সেনাপ্রধান নারাভানে এবং বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
গত ২৯ ও ৩০ আগস্ট লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে প্রবেশের চেষ্টা করে চিনা বাহিনী। যদিও ভারতীয় সেনাদের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে বুধবার মায়ানমার সফর বাতিল করলেও বৃহস্পতিবার দুদিনের জন্য সেনাপ্রধানের লাদাখ সফরেr কথা ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়।