বদলাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ। বর্তমানে রাহুল দ্রাবিড় রয়েছেন টিম ইন্ডিয়ার কোচের (Indian Coach) পদে। তবে ২০২৪ এর টি২০ বিশ্বকাপের পর আর তিনি কোচ হিসেবে থাকছেন না টিম ইন্ডিয়ার। তাঁর জায়গায় এরপর কে হবেন দলের কোচ তা নিয়ে যথেষ্ট চাপে রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নতুন কোচের জন্য আবেদনও চাওয়া হয়েছিল বোর্ডের তরফে। এ বিষয়ে কয়েকটি নামের প্রতি বোর্ডের তরফে বিশেষ আগ্রহ দেখানো হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ ক্ষেত্রে বেশ কিছু বড় নাম রয়েছে তালিকার উপরের দিকে। স্টিফেন ফ্লেমিং, মাহেলা জয়াবর্ধনে, জাস্টিন ল্যাঙ্গার এর পাশাপাশি এগিয়ে রয়েছে গৌতম গম্ভীরের নাম। বোর্ডের অপারেশনাল টিম এই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। এঁরা ছাড়াও গুজরাত টাইটান্স এর কোচ আশিস নেহরার কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে তিনি জানিয়েছেন, পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত প্রতি বছর ১০ মাসের জন্য ভারতীয় ক্রিকেট দলের সফর করা কঠিন।
ভিভিএস লক্ষ্মণও বর্তমানে NCA প্রধান পদে থাকায় টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাঁদের নাম উঠে আসছে তাঁরা প্রত্যেকেই বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। আইপিএল ফাইনালের একদিন পর, ২৭ মে টিম ইন্ডিয়ার প্রধান কোচ পদে আবেদনের শেষ তারিখ।
সূত্র মারফত জানা যাচ্ছে, সম্ভবত আহমেদাবাদে গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করতে পারে বোর্ড আধিকারিকরা। বর্তমানে গৌতম গম্ভীরের জনপ্রিয়তা বেড়েছে অনেকাংশে। পাশাপাশি ভারতীয় দলের সিনিয়রদের সঙ্গে নাকি তাঁর বন্ধুত্বও বেড়েছে। তবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলেই জানানো হয়েছে বোর্ড সূত্রে।