আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে ভারতীয় দলের নামে যুক্ত হল ক্রিকেটের বিস্ময়কর রেকর্ডটি। গতকাল শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে অবাস্তব এই রেকর্ড গড়ে ভারতীয় দল। পাশাপাশি ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিলের বিধ্বংসী ইনিংসে একপ্রকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কান শিবির। ফলশ্রুতিতে ৩১৭ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।
আর বিরাট এই ব্যবধানে ম্যাচ জেতার ফলে বিশ্ব ক্রিকেটের বিস্ময়কর রেকর্ডটি নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে ওডিআই ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানের ব্যবধানে হারিয়ে বিস্ময়কর রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। পাশাপাশি ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। গতকাল ৩১৭ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জয়ের আগে ভারত সর্বোচ্চ রানের ব্যবধানে হারিয়েছিল বারমুডাকে। ২০০৭ সালে ২৫৭ রানে ব্যবধানে বারমুডাকে পরাজিত করেছিল ভারত।
তবে গতকাল ওডিআই ক্রিকেটের সবকটি রেকর্ড ভেঙেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯১ রানের পাহাড় প্রমান লক্ষ্যমাত্রা স্থির করে শ্রীলংকার সামনে। টিম ইন্ডিয়ার হয়ে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। ১১০ বলের বিস্ফোরক সেই ইনিংসে ১৩টি চার ও 8টি ছক্কা হাকান বিরাট কোহলি। তিনি ছাড়াও সেঞ্চুরি করেন শুভমান গিল। গিল ৯৭ বলে ১৪ চার ও ২ ছক্কার সাহায্য ১১৬ রান করেন। এরপর বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তিনি ১০ ওভার বোলিং করে ৩২ রানের বিনিময়ে ব্যক্তিগত ৪ উইকেট দখল করে শ্রীলংকান ব্যাটিং শিবির গুঁড়িয়ে দেন। ফলশ্রুতিতে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে টিন ইন্ডিয়া।