বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফান ২১ মে বিকেলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে স্থলভূমিতে আছড়ে পড়ে। ২২ তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রকোপ থাকে পশ্চিমবঙ্গের উপর। উপকূলীয় জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উওর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ দুদিন পরেও এখন পর্যন্ত অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত প্রায় একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী উপযুক্ত সময়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য জীবনহানি অনেক কমানো গেছে। বিগত প্রায় আশি বছরে এরকম ঝড় দেখেনি তিলোত্তমা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে দুর্গত এলাকা পরিদর্শন করেন। আম্ফান মোকাবেলায় বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
ভারতীয় ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্ফান এ ক্ষতিগ্রস্থদের জন্য মঙ্গল কামনা করা হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় আম্ফান দ্বারা ক্ষতিগ্রস্থদের জন্য প্রার্থনা জানিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, “My thoughts and prayers go out to everyone affected by #CycloneAmphan in Odisha and West Bengal. May God protect everyone out there and hope things get better soon. Folded hands#PrayForWestBengal.”
My thoughts and prayers go out to everyone affected by #CycloneAmphan in Odisha and West Bengal. May God protect everyone out there and hope things get better soon. ?#PrayForWestBengal
— Virat Kohli (@imVkohli) May 21, 2020
ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল টুইট করে জানিয়েছেন, “Praying for everyone affected by #AmphanSuperCyclone, Condolences to families of the victims who lost their lives.”
Praying for everyone affected by #AmphanSuperCyclone
Condolences to families of the victims who lost their lives. ?— K L Rahul (@klrahul11) May 21, 2020
ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান জানান, “Praying to God for the people of West Bengal and Odisha who are affected by #CycloneAmphan. Hope it all gets fine soon, take care of each other and stay safe??” এছাড়াও প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও কেকেআর তারকা কুলদীপ যাদব ও টুইট করে সমবেদনা জানিয়েছেন।