নিউজদেশ

১২ হাজার শূন্যপদে নিয়োগ করবে Indian Post Office, কারা করতে পারবেন আবেদন? কি করেই বা করবেন আবেদন?

১১ জুন আবেদন করার শেষদিন

Advertisement

আজকালকার দিনে চাকরির অভাব সব জায়গাতেই। অনেক যোগ্যতা থাকলেও নিজের জন্য পারফেক্ট চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। তার ওপর যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের কাছে এই কাজ আরও কঠিন। তবে রয়েছে সুসংবাদ। এবার ভারতীয় পোস্ট অফিস রিলিজ করলো নতুন চাকরির নোটিফিকেশন। একাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। এই চাকরির সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন অথবা ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।

ইন্ডিয়ান পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক বিভাগে কর্মখালির নোটিশ দিয়েছে। মোট শূন্যপদ ১২,৮২৮ টি। ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে রয়েছে চাকরির সুযোগ। ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ২৯,৩৮০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টাররা প্রতি মাসে বেতন হিসাবে পাবেন ১০ হাজার থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত। ১১ জুন এই চাকরির জন্য আবেদন করার শেষদিন। আবেদন করতে কি যোগ্যতা লাগবে বা কি করে আবেদন করা যাবে, জানতে এই প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই দেখে নিন।

ইন্ডিয়ান পোস্ট অফিসের এই চাকরির জন্য আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিতদের ক্ষেত্রে এর কোনো বয়সসীমা নেই। ১০ ক্লাস পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। শুধুমাত্র আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে। আবেদন করতে প্রার্থীকে প্রথমে ইন্ডিয়া পোস্ট বা গ্রামীণ ডাক সেবক-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এরপর অনলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদন মূল্যও জমা দেওয়া দরকার।

Related Articles

Back to top button