ভারতীয় রেলওয়েকে বলা হয় ভারতের যোগাযোগ ব্যবস্থার মেরুদন্ড। কারণ, প্রতিদিন ভারতীয় রেলওয়ে ব্যবহার করে দুই কোটির বেশি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান। পাশাপাশি ভারতীয় রেলে সরাসরি ১২ লাখের বেশি মানুষ চাকরি করেন এবং পরোক্ষভাবে কয়েক লক্ষ সাধারণ নাগরিক ভারতীয় রেলের উপর নির্ভর করে নিজেদের জীবন কার্য পরিচালনা করেন। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর অন্যতম বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা তথা ভারতীয় রেলওয়ে প্রায় প্রতিদিন ১৫ হাজারের বেশি ট্রেন অপারেট করে। যার সুবিধা ভোগ করেন দেশের কোটি কোটি মানুষ।
তবে অনেক মানুষ ভারতীয় রেলের সুবিধা ভোগ করলেও ভারতীয় রেলের একাধিক নিয়ম সম্পর্কে অবহিত নন। যার মধ্যে অন্যতম একটি বিষয় হল TTE এবং TC-র মধ্যে পার্থক্য বোঝা। আজ্ঞে হ্যাঁ, দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় রেলের মাধ্যমে নিজের গন্তব্যে পৌঁছালেও অনেকেই জানেন না TTE এবং TC-র মধ্যে পার্থক্য কি। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এই বিষয়টি সম্পর্কে আলোকপাত করতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowTTE কাদের বলা হয়?
ভারতীয় রেলের একটি বিশেষ কর্ম শ্রেনীকে TTE বলা হয়। যাদের কাজ মূলত ট্রেনের ভিতরে ঢুকে যাত্রীদের টিকিট পরীক্ষা করা। কোন যাত্রী টিকিট ছাড়াই ট্রেন যাত্রা উপভোগ করছেন কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব TTE-এর। এরা সাধারণত সাদা শার্টের সাথে ব্ল্যাক কোর্ট পরে ডিউটি করেন।
TC কাদের বলা হয়?
ভারতীয় রেলের বিশেষ ধরনের টিকিট পরীক্ষকদের বলা হয় TC। যারা সাধারণত প্লাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করেন। কোন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করলে তাদেরকে উপযুক্ত জরিমানা ধার্য করেন TC। আমরা আপনাদের বলি, TC সাধারণত সাদা জামার সাথে কালো প্যান্ট পরে ডিউটি করেন।