এশিয়া কাপের মেগা আসলে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। আজ্ঞে হ্যাঁ, চলতি এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার মহাযুদ্ধে নামতে চলেছে চিরশত্রু দুই দেশ। গতকাল গ্রুপ পর্যায়ে নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয়লাভ করে সুপার-৪ এ প্রবেশ করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, প্রথম দল হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছে বাবর আজমের পাকিস্তান। অর্থাৎ, ‘বি’ গ্রুপ থেকে দুই মহাশক্তি ইতিমধ্যে পৌঁছে গেছে সুপার-৪ এ। আর তারপর থেকেই এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শোরগোল উঠেছে নেট পাড়ায়।
আমরা আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র গ্রুপ পর্যায়ে নয় বরং এই দুটি দল একে অন্যের বিরুদ্ধে খেলতে পারে এশিয়া কাপের ফাইনাল ম্যাচও। তবে কোন সমীকরণে এশিয়া কাপে টানা ৩ বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? আসুন বিস্তারিত জেনে নিই-
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে, দুটি গ্রুপ থেকে উঠে আসা চারটি দল পরস্পর একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবে। অর্থাৎ, সুপার-৪ এ প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেই সমীকরণে সুপার-৪ এ ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ই সেপ্টেম্বর। তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, দুই শক্তিশালী দেশের মহাযুদ্ধ আর প্রেমাদাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, অধিক বৃষ্টির কারণে স্থান্তরিত হতে পারে ম্যাচের ভেন্যু। সেক্ষেত্র সুপার-৪ এর এই ম্যাচটি আয়োজন করা হতে পারে হাম্বনটোটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
এখানেই শেষ নয়, জানলে অবাক হবেন চলমানরত এশিয়া কাপে তৃতীয়বারের জন্য মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। আজ্ঞে হ্যাঁ, সুপার-৪ এ দুটি করে ম্যাচে জয় নিশ্চিত করলেই ফাইনালে পৌঁছাবে চিরশত্রু এই দুই দেশ। সে ক্ষেত্রে আগামী ১৭ই সেপ্টেম্বর হাম্বনটোটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।