বর্ষাকালে যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে এবার হতে পারে সেরা সুযোগ। কারণ, দেশের শীর্ষস্থানীয় বিমান পরিষেবা সংস্থা IndiGo নিয়ে এসেছে বিশাল ছাড়ের মনসুন সেল, যেখানে দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু হচ্ছে মাত্র ₹১৪৯৯ থেকে।
কবে থেকে কবে পর্যন্ত চলবে এই অফার?
এই অফারে বুকিং করা যাবে ২৪ জুন থেকে ২৯ জুন ২০২৫-এর মধ্যে। আর যাত্রার সময় নির্ধারিত হয়েছে ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। অর্থাৎ প্রায় তিন মাসের জন্য যেকোনও ভ্রমণের পরিকল্পনা এখনই করা যেতে পারে সহজে।
কত ছাড় মিলবে টিকিটে?
এই বিশেষ সেলে অভ্যন্তরীণ ফ্লাইটের একমুখী টিকিটের দাম শুরু ₹১৪৯৯ থেকে এবং আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে শুরু ₹৪৩৯৯ থেকে। পাশাপাশি যারা একটু বেশি আরামপ্রিয়, তাঁদের জন্য আছে “IndiGoStretch” পরিষেবা—বেশি লেগরুম সহ বিজনেস-ক্লাসের সুবিধা—যার দাম শুরু হচ্ছে ₹৯৯৯৯ থেকে।
অতিরিক্ত পরিষেবাতেও থাকছে অফার
অতিরিক্ত ব্যাগেজ চার্জে ৫০% পর্যন্ত ছাড়
“Fast Forward” পরিষেবা—অর্থাৎ প্রাধান্য পেয়ে চেক-ইন ও নিরাপত্তা পরীক্ষায় প্রবেশ—তাতেও মিলবে অর্ধেক ছাড়
নির্দিষ্ট রুটে মাত্র ₹৯৯-এ সিট সিলেকশন
Emergency XL সিট পাওয়া যাবে ₹৫০০ থেকে
“6E Prime” ও “Seat & Eat” পরিষেবাতে ৩০% পর্যন্ত ছাড়
টিকিট বাতিল করতে চাইলে মাত্র ₹২৯৯ খরচ করে পাওয়া যাবে “Zero Cancellation” সুবিধা
কাদের জন্য প্রযোজ্য এই অফার?
এই ছাড় শুধুমাত্র IndiGo-র পরিচালিত নন-স্টপ, মাল্টি-সিটি বা কানেক্টিং ফ্লাইটের জন্য প্রযোজ্য। কোনও কোডশেয়ার বা গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়। আর বুকিং করতে হবে যাত্রার কমপক্ষে ৭ দিন আগে।
পাঠকদের সাধারণ প্রশ্ন (FAQ)
১. IndiGo-র মনসুন সেলে কী ধরনের যাত্রী সুবিধা পাওয়া যাচ্ছে?
যাত্রীদের জন্য রয়েছে সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি সিট পছন্দ, ব্যাগেজ, খাবার ও বাতিলের মতো add-on পরিষেবায় ছাড়।
২. এই সেলে কি আন্তর্জাতিক ফ্লাইটেও অফার মিলছে?
হ্যাঁ, আন্তর্জাতিক রুটেও ₹৪৩৯৯ থেকে শুরু হচ্ছে টিকিট, নির্দিষ্ট শর্তাবলী প্রযোজ্য।
৩. “Zero Cancellation” সুবিধা কী?
মাত্র ₹২৯৯-এ যাত্রা বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তসাপেক্ষে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে।
৪. অফারটি কি সমস্ত যাত্রীর জন্য প্রযোজ্য?
না, শুধুমাত্র IndiGo পরিচালিত নির্দিষ্ট ফ্লাইটে এবং ৭ দিন আগেই বুকিং করলে এই সুবিধা মিলবে।
৫. অফারের মেয়াদ কতদিন?
বুকিং করা যাবে ২৪ জুন থেকে ২৯ জুন ২০২৫ পর্যন্ত এবং যাত্রা করা যাবে ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে।














