Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

নিমতার দেবাঞ্জন হত্যাকাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকার তথ্য!

এ যেন এক সিনেমার স্ক্রিপ্ট। প্রাক্তন প্রেমিকাকে পাওয়ার জন্য তার তার প্রেমিককে খুন। হ্যাঁ ঠিকই শুনেছেন! এমনটাই হয়েছে বিজনেশ ম্যানেজমেন্টের ছাত্র দেবাঞ্জনের সাথে। দেবাঞ্জনের সাথে তার প্রেমিকার ঘনিষ্ঠতা সহ্য করতে…

Avatar

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

এ যেন এক সিনেমার স্ক্রিপ্ট। প্রাক্তন প্রেমিকাকে পাওয়ার জন্য তার তার প্রেমিককে খুন। হ্যাঁ ঠিকই শুনেছেন! এমনটাই হয়েছে বিজনেশ ম্যানেজমেন্টের ছাত্র দেবাঞ্জনের সাথে। দেবাঞ্জনের সাথে তার প্রেমিকার ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে এমন নির্মম কাজ করল মেয়েটির প্রাক্তন প্রেমিক প্রিন্স সিংহ, যা পুলিশি জেরায় স্বীকার করেছে প্রিন্স।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

শনিবার রাতে দেবাঞ্জন কান্ডের মূল অভিযুক্ত প্রিন্সকে বজবজ থেকে গ্রেফতার করে পুলিশ। এবং তার এক বন্ধু বিশাল মারুকেও দমদম থেকে গ্রেফতার করা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

নবমীর রাতে বিরটিতে এক বন্ধুথ কাছ থেকে অস্ত্র নিয়ে বিশালের স্কুটি ধাওয়া করে প্রিন্স। দেবাঞ্জন তার বান্ধবীকে নামানোর পর তাকে ঘেরাও করে প্রিন্স। এরপর রাস্তায় দাঁড়িয়েই দেবাঞ্জনকে গুলি করা হয়। একাদশী পর্যন্ত বিশালের বাড়িতে আশ্রয় নিলেও, তারপর থেকে বজবজে লুকিয়ে থাকে প্রিন্স। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। মৃত দেবাঞ্জনের পিতা অরুন পঁচ জনের নামে অভিযোগ দায়ের করেন। তাতে প্রিন্স, বিশাল, শ্যাম ঘোশের পাশাপাশি প্রিন্সের প্রাক্তন প্রেমিকা ও তার এক বান্ধবীর নাম রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পুলিশের মতে সুকল্পিত পরিকল্পনার মাধ্যমে খুন করা হয় দেবাঞ্জনকে। নবমীর রাতে যে বার-রেস্তরাঁয় দেবাঞ্জন ও তার বন্ধুরা গিয়েছিল সেখানেয সিসিটিভি ফুটেজ চেক করেছে পুলিশ। ওই ফুটেজ অনুযায়ী দেবাঞ্জনের তিন বন্ধু ও দুই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা বলে নবমীর দিন হঠাৎ ঠিক করা হয় যে তারা পার্টি যাবে। ১৩ জন বন্ধু ও ৪ জন বান্ধবী মিলেই সেই পার্টিতে হাজির হয়। তারপরই ঘটে এমন ঘটনা। পুলিশ প্রিন্সকে আরো ভালো করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব তথ্য জানতে পারবে বলে মনে করা যাচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now
About Author