এসএসকেএম-এ পৌঁছেছেন আহত মমতা, তৈরি হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড

একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল ও তাদের নেতা মন্ত্রীরা নিজে কেন্দ্রে ভোট প্রচারের উদ্দেশ্যে মন দিয়েছেন। এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম…

Avatar

একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল ও তাদের নেতা মন্ত্রীরা নিজে কেন্দ্রে ভোট প্রচারের উদ্দেশ্যে মন দিয়েছেন। এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন বলে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারপর নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে আজ নন্দীগ্রামে উপস্থিত ছিলেন তিনি। তবে প্রচারে গিয়ে ঘটেছে বিপত্তি। জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া সত্ত্বেও চার পাঁচজন তাকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে গাড়ির দরজায় সজোরে ঠুকে যায় মুখ্যমন্ত্রীর পা।

মুখ্যমন্ত্রী আঘাত পাওয়ার পর থেকে রীতিমতো যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাকে রীতিমতো পাঁজাকোলা করে গাড়িতে তুলেছিল তার নিরাপত্তারক্ষীরা। তারপর তাকে প্রথমে নন্দীগ্রামের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে রাস্তার মাঝে মুখ্যমন্ত্রী যন্ত্রণায় ছটফট করায় তাকে রাস্তায় দাঁড় করিয়ে মুখে হাতে জল দেওয়া হয়। এরপর তার অবস্থা দেখে তাকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী বর্তমানে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছেছেন। সেখানে তার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হাসপাতালে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ সড়ক নিগাম। মুখ্যমন্ত্রী পৌঁছাতেই তাকে অর্থোপেডিক ডিপার্টমেন্ট এ নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু করে দেওয়া হবে। এছাড়াও মমতা এসএসকেএম হাসপাতালে পৌঁছালে তার অনুরাগীরা হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন। অন্যদিকে আজকের ঘটনা বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।