বর্তমান যুগে আমরা সকলে ব্যাস্ত মোবাইলে। কখনও ভিডিও দেখে, কখনও বা ছবি শেয়ার করে, আবার কখনও সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আমরা আমাদের সময় কাটাই এবং নিজেদেরকে মনোরঞ্জনের আরও কাছে নিয়ে যাই। সেই কারণে বর্তমান যুগে আমাদের প্রয়োজন হয় অতিরিক্ত ডেটার। এখন গ্রাহকদের ১ জিবি শেষ হতে বিশেষ কোনও সময় লাগেনা। সেই কারণেই আজ আমরা এই প্রতিবেদনে কথা বলতে চলেছি কিছু প্ল্যান সম্পর্কে। চলুন জানা যাক Jio এর সস্তা প্ল্যান সম্পর্কে বিস্তারে,
মাত্র 49 টাকার বিনিময়ে 28 দিনের জন্য গ্রাহকরা ইন্টারনেট এবং কলিং বেনিফিট ব্যবহার করতে পারতেন কদিন আগে অবধি। কিন্তু এবারে সেই দাম বাড়িয়ে 75 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও যদি ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ শেষ হয়ে যায়, তাহলেও আপনার আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন। আসুন দেখে নেওয়া যাক জিও ফোনের একাধিক চমৎকার প্ল্যান
All in One সেকশনে জিও ফোন ব্যবহারকারীরা পেয়ে যান আনলিমিটেড কম্ব প্ল্যানের অফার। এখানে গ্রাহকদের 75 টাকা থেকে 185 টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যান অফার করা হয়। দেশের যে কোন নেটওয়ার্কে আপনারা আনলিমিটেড কলিং সহ প্রত্যেকদিন 100এমবি করে ইন্টারনেট এবং 50 টি করে এসএমএস বিনামূল্যে করতে পারবেন এই প্ল্যান রিচার্জ করালে।
125টাকার প্ল্যানে আপনাদের অফার করা হয় আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 500 এমবি ডেটা, 300টি করে এসএমএস। এই প্ল্যানের বৈধতা 28 দিন। অন্যদিকে 155টাকার প্ল্যানে 28 দিনের জন্য প্রতিদিন 1 জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, 100 করে এস এম এস পাঠানোর সুযোগ পাচ্ছেন। সবথেকে লাভজনক হলো 185 টাকারপ্ল্যান। এখানে আপনারা পাবেন প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রত্যেকদিন 100টি করে এসএমএস করার সুযোগ। এছাড়াও জিওর সমস্ত অ্যাপ্লিকেশনের সাপোর্ট তো আছেই।