আগামী সপ্তাহ থেকেই Apple iPhone 11 বিক্রি শুরু হচ্ছে। Apple স্টোর, Flipkart, Amazon আর Paytm mall- এ বিক্রি হবে এই ফোন। এখন থেকেই সব অনলাইন প্ল্যাটফর্মে এই ফোনের জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। তাহলে জেনে নেওয়া যাক যে এই ফোনে কি কি ডিসকাউন্ট পাওয়া যাবে।
HDFC-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন অর্ডার করলে পাওয়া যাবে ৬০০০ টাকার ডিসকাউন্ট। এবং HDFC-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে iPhone 11 Pro কিনলে পাওয়া যাবে ৭০০০ টাকার ডিসকাউন্ট। এছাড়াও Flipkart-এ পুরনো ফোন এক্সচেঞ্জ করে iPhone 11 কিনলে পাওয়া যাবে আরও ১৪,৬৫০ টাকার ডিসকাউন্ট।
• Samsung Galaxy S9 ফোন এক্সচেঞ্জ করলে iPhone 11 পাওয়া যাবে মাত্র ৪৪,২৫০ টাকায়।
• Oneplus 6T ফোন এক্সচেঞ্জ করেন মাত্র ৪৮,২০০ টাকায় পাওয়া যাবে এই ফোন।
• Google Pixel 2XL এক্সচেঞ্জ করলে নতুন iPhone 11 পাওয়া যাবে মাত্র ৫১,০০০ টাকায়।
তবে এই সব দাম iPhone 11 -এর বেস ভেরিয়েন্টের। অর্থাৎ যার দাম ৬৪,৯০০ টাকা এবং এই ভেরিয়েন্টে রয়েছে 64 জিবি RAM।