প্রিমিয়াম স্মার্টফোনের কথা বললেই যেই ফোনের কথা আমাদের সকলের মাথায় আসে তা হল Iphone। আর যে মাথায় আসে Apple এর লোগো এর একটি হালকা প্রতিচ্ছবি। বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি Apple এর স্মার্টফোন তথা Iphone এর ফ্যান প্রায় প্রতি দেশেই রয়েছে। কিন্তু ফ্যান হয়েই থেকে যেতে হয় অনেককে, হাতে Iphone পাওয়া আর হয়না। হাতে Iphone না পাওয়ার প্রধান কারণ হল তার দাম। তবে আপনি কি জানেন যে একটি ৮০০০০ হাজার টাকার Iphone বানাতে খরচ হয় মাত্র ৩০,০০০ টাকার। কি শুনে অবাক হলেন? তাই তো? অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে আজ এই প্রতিবেদনে সেই বিষয়েই কথা বলতে চলেছি।
সম্প্রতি এক জাপানি সংস্থা যার নাম Fornalhaut Techno Solution তাদের এক রিপোর্টে জানিয়েছেন যে একটি Iphone 12 Pro বানাতে কোম্পানির খরচ হয় ৪০৬ ডলার, যা ভারতীয় ৩০০০০ টাকার সমান। সেখানেই সেটিকে গ্লোবাল মার্কেটে ৯৯৯ ডলার এবং ভারতে বিক্রি করা হয় ১,১৯,৯০০ টাকায়। তবে কিছু জন মনে করেন এটি কেবল ব্র্যান্ড ভ্যালুর জন্য এতটা বেশি।
রিপোর্ট হতে আরও জানা গিয়েছে যে, একটি নতুন Iphone এ কোম্পানি ব্যবহার করে Qualcomm X50 5G মোডেম, যা ব্যবহার করা হয় Iphone টিকে 5G কানেকটিভিটি প্রদানের জন্য, তার খরচ কেবল ৯০ ডলার। সেখানেই যে ডিসপ্লেটি কোম্পানি ব্যবহার করে তাদের Iphone প্রস্তুত করতে, তা আসলে Samsung এর প্রস্তুত করা এক OLED ডিসপ্লে, যার দাম ৭০ ডলার। সেখানেই Apple এর A14 Bionic এর খরচ ৪০ ডলার, র্যামের খরচ ১২.৮ ডলার, স্টোরেজ মেমরির খরচ ১৯.২ ডলার। অন্যদিকে Sony এর ক্যামেরার জন্য কোম্পানিকে প্রদান করতে হয় ৭.৪ ডলার এবং ৭.৯ ডলার। এইবার মোট খরচ হিসেব করলে দেখা যাবে তা হবে ৩৭৩ ডলার এর কাছাকাছি, অর্থাৎ ভারতীয় হিসেবে ২৭,৫০০ টাকার সমান। সেখানেই সেই Iphone টিকে দেশে বিক্রি করা হয় ৭৯,৯০০ টাকায়।