টেক বার্তা

গোলাপী রঙে হাজির হতে চলেছে Iphone 13, থাকবে বহু নতুন ফিচার

নতুন রঙে লঞ্চ হতে চলেছে Iphone 13 স্মার্টফোন, জানুন বিস্তারে

Advertisement

চলতি বছরেও iPhone সিরিজ লঞ্চের আগে এর ফিচার প্রকাশিত হচ্ছে একের পর এক। তবে এবারের বিশেষ আকর্ষণ হল হ্যান্ডসেটের রং। Apple য়ের আসন্ন ডিভাইস iPhone 13 য়ে বডির রং কতটা কি পরিবর্তন হতে চলেছে তা নিয়ে নানা মুনি নানা মত রাখছেন। তবে জনপ্রিয় ব্লগ সাইট NEVER সুত্রে খবর,আসন্ন iPhone13 সত্যিই নতুন কালার অপশন পাবে। হয়তো রোজপিঙ্ক রংটিতেই ডিভাইসবডি সজ্জিত হতে পারে। Never-এর রিপোর্ট অনুযায়ী, iPhone 13 Standard ও Pro মডেলের নতুন কালার অপশন বেশ ক্রিয়েটিভ হতে চলেছে। iPhone 13 সিরিজের প্রত্যেকটি মডেলই রোজ পিঙ্ক (Rose Pink) কালার অপশনে পাওয়া যাবে বলেই আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, আপকামিং iPhone-এর রেন্ডার ও স্পেসিফিকেশন ফাঁস হলেও কালার অপশন নিয়ে খুব নগণ্য তথ্য সামনে এসেছে।যদিও দেরীতে হলেও Apple রঙের গোঁড়ামি কাটিয়ে তাদের macbook ও অন্যান্য ডিভাইসে রঙের বিকল্প এনেছে

প্রাথমিকভাবে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল, iPhone 13 ম্যাট ব্ল্যাক এবং অরেঞ্জ শেডে আসতে পারে।তবে রোজপিঙ্ক রংটির উপর বেশীরiPভাগ টেকব্লগাররা জোর দিচ্ছেন। প্রসঙ্গত, 120Hz LTPO ডিসপ্লেযুক্ত iPhone 13 মডেলের পিছনে এলইডি ফ্ল্যাশ এবং LiDar সেন্সরের সঙ্গে তিনটি ক্যামেরা থাকবে৷ জানা গিয়েছে, অটোফোকাস সহ এটি আপগ্রেডেড 7P (f1.6) আল্ট্রা ওয়াইড লেন্স পাবে। প্রসেসিং সামলাতে শক্তিশালী Apple A16 Bionic চিপ ব্যবহৃত হবে। প্রাইমারি ক্যামেরাতে থাকবে আরও বড় সেন্সর।

Related Articles

Back to top button