Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার আইপিএলের নিলাম কলকাতায়! জানেন কোন ফ্যাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে?

Updated :  Thursday, October 3, 2019 10:33 AM

আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কতটা জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখেনা। ভারত ছাড়াও বিদেশি অনেক নামিদামি ক্রিকেটারদের দেখা যায় একই সাথে। এর মধ্যে একটা আলাদা আবেগ রয়েছে।

বেঙ্গালুরু নয় এবার কলকাতা। গার্ডেন সিটির বদলে সিটি অফ জয়তে অনুষ্ঠিত হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নিলাম। আগামী বছরের আইপিএল-এর জন্য প্রথমবার নিলামের আসর বসতে চলেছে কলকাতায়। এই বছরের ডিসেম্বরেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই নিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের সেরা প্লেয়ার কিনতে বছরের পর বছর ধরে অর্থ ব্যয় করে চলেছে।

২০২০ মৌসুমের দলগঠনের জন্য ৮৫ কোটি বরাদ্দ করা হয়েছে। গত নিলামের জমা টাকা থেকে অতিরিক্ত তিন কোটি টাকার পার্স পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

দেখে নিন কোন ফ্যাঞ্চাইজির কাছে কত টাকা রয়েছে:
১)সানরাইজার্স হায়দ্রাবাদ- ৫.৩০ কোটি টাকা
২)কোলকাতা নাইট রাইডার্স- ৬.০৫ কোটি টাকা
৩)কিংস ইলেভেন পাঞ্জাব- ৩.৭ কোটি টাকা
৪)দিল্লি ক্য়াপিটালস- ৭.৭ কোটি টাকা
৫)মুম্বই ইন্ডিয়ান্স- ৩.৫৫ কোটি টাকা
৬)চেন্নাই সুপার কিংস-৩.২ কোটি টাকা
৭)রাজস্থান রয়্য়ালস- ৭.১৫ কোটি টাকা
৮)রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর-১.৮০ কোটি টাকা