বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় লিগ গুলির মধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগ সর্বোত্তম বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা। যেখানে এক মরশুমে খেলার জন্য মুখিয়ে থাকেন পৃথিবীর যে কোন দেশের ক্রিকেটার। টাকার ফুলঝুরির সাথে সাথে সুনাম অর্জনের সবচেয়ে সহজ রাস্তা আইপিএল। ভারতীয় প্রিমিয়ার লিগে প্রতিনিয়ত নিত্য নতুন নিয়ম সংযুক্ত করে আসছে বিসিসিআই। খেলার মানকে উন্নত করতে আধুনিক সব নিয়ম লাগু করে সৌরভ গাঙ্গুলীর বোর্ড। কখনো বা চালু হয়েছে স্ট্র্যাটেজিক টাইম আইটের মতন অভিনব পদ্ধতি। আবার কখনো বা চালু হয়েছে পার্পেল ক্যাপ-অরেঞ্জ ক্যাপের প্রচলন।
২০০৮ সাল থেকে পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ দিয়ে আসছে আইপিএল নিয়ন্ত্রক সংস্থা। সর্বোচ্চ উইকেট শিকারির মাথায় ওঠে পার্পেল ক্যাপ এবং সর্বোচ্চ রান সংগ্রহকারীর মাথায় ওঠে অরেঞ্জ ক্যাপ। তবে এবার এই আকর্ষণীয় পুরস্কারে বেশ কিছু নিয়ম পাল্টাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার এই দুই পুরস্কারের সঙ্গে জুড়ছে স্পনসরের নাম। আগামী মরশুম থেকে এই দুই টুপির স্পনসর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সৌদি আরবের তেল সংস্থা “অ্যারামকো”। আপনাদের জানিয়ে রাখি, অ্যারামকো এক একটি টুপির পিছনে ৬৫ কোটি টাকা করে খরচ করতে চলেছে।
২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসা এই রীতি নতুন স্পন্সর পেয়ে আরো আকর্ষনীয় হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। তবে এবার শুধুমাত্র পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ হিসেবে নামাঙ্কিত না হয়ে এই দুই পুরস্কারের নাম বদলে হতে চলেছে অ্যারামকো অরেঞ্জ ক্যাপ ও অ্যারামকো পার্পল ক্যাপ। গত মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছিলেন চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় এবং পার্পেল ক্যাপ মাথায় তুলেছিলেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার হার্সেল প্যাটেল।