Kohli Vs Gambhir: গম্ভীরকে দেখেই কোহলি-কোহলি আওয়াজ তুলে দর্শকের টিটকিরি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মাঝখানে দিন গড়িয়েছে কয়েকটা, তবুও কিছুতেই থামছে না ক্রিকেটের ২২ গজে বিরাট কোহলি গৌতম গম্ভীরের ঝামেলা। ২০১৩ সালে ঘটনার সূত্রপাত ঘটলেও তার রেশ এখনও কাটেনি ক্রিকেট মহলে। লখনউয়ের মাটিতে রাহুলদের…

Avatar

মাঝখানে দিন গড়িয়েছে কয়েকটা, তবুও কিছুতেই থামছে না ক্রিকেটের ২২ গজে বিরাট কোহলি গৌতম গম্ভীরের ঝামেলা। ২০১৩ সালে ঘটনার সূত্রপাত ঘটলেও তার রেশ এখনও কাটেনি ক্রিকেট মহলে। লখনউয়ের মাটিতে রাহুলদের বিপক্ষে ম্যাচ শেষে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি। যদিও ঘটনার সূত্রপাত ঘটেছিল পূর্ববর্তী ম্যাচে। সেই ম্যাচে ব্যাঙ্গালোরের পরাজয়ের পর আবেশ খানের অস্বাভাবিক আচরণ এবং গৌতম গম্ভীরের অঙ্গভঙ্গি কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছিল বিরাট কোহলিদের। ফলে পরবর্তী ম্যাচে লখনউকে হারিয়ে প্রতিশোধ নিতে ভোলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক।

বিষয়টি হাতছাড়া হওয়ার পূর্বেই দুই ক্রিকেটারকে জরিমানা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই জরিমানায় ঘটনাটি ধামাচাপা পড়ার বদলে তুষের আগুনের ছাঁই হয়ে প্রকাশ্যে এসেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা, বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনায় মেতেছেন। ফলে দিনের পর দিন ঘটনাটির প্রবাহ বেড়েই চলেছে।

এমন পরিস্থিতিতে লখনউয়ের মাটিতে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে এক আলাদা ঘটনার সাক্ষী থাকলেন গৌতম গম্ভীর। বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হলেও ক্রিকেটপ্রেমীদের টিটকিরি থেকে বাঁচতে পারেননি লখনউয়ের মেন্টর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষে যখন গৌতম গম্ভীর ড্রেসিংরুমের উদ্দেশ্যে রওনা দেন তখন গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে কোহলি-কোহলি আওয়াজ তুলতে থাকেন ক্রিকেটপ্রেমী।

সমস্ত ঘটনাটি ক্যামেরা বন্দি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মুঠোফোনে। বর্তমানে সেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হচ্ছে। যেখানে গৌতম গম্ভীরকে দেখে কোহলি-কোহলি আওয়াজ তুলতে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের। একপর্যায়ে বিষয়টি মেনে নিতে না পেরে ক্রিকেট প্রেমীদের দিকে অগ্নিবান নিক্ষেপ করতেও দেখা গেছে গৌতম গম্ভীরকে।