ক্রিকেটখেলা

IPL Auction : ৩০ থেকে ৩৫ কোটি টাকা, আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি টাকা পাবেন এই ক্রিকেটার, বড় ভবিষ্যৎবাণী

হরভজন সিং সম্প্রতি ভারতীয় এক জোরে বোলার সম্পর্কে এরকম ভবিষ্যৎবাণী করেছেন

Advertisement

এবার আইপিএলের ময়দানে হতে চলেছে একটা বিশ্ব রেকর্ড। আইপিএলের ইতিহাসে এবারে রেকর্ড টাকা পেতে পারেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি যদি নিজেকে নিলামে রাখেন তাহলে, সব দল তাকে পেতে ঝাপাবে। ভারতীয় এক ক্রিকেটারকে নিয়ে এবারে বড় এক ভবিষ্যৎবাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ২০১১ বিশ্বকাপের অন্যতম প্রয়োজনীয় খেলোয়াড় হরভজন সিং। আইপিএল সম্পর্কে কথা বলতে গিয়ে আজ বিরাট বড় ভবিষ্যৎবাণী করলেন ভাজ্জি। তিনি বলছেন, এবারে কিন্তু একজন ভারতীয় ক্রিকেটারই সব থেকে বেশি টাকা পেতে পারেন, কোন বিদেশী ক্রিকেটার নয়।

কি বললেন হরভজন সিং?

অস্ট্রেলিয়ার দুরন্ত পেস বোলার মিচেল স্টার্ক এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি টাকা পাওয়া ক্রিকেটার। কেকেআর তাকে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। তবে একজন ভারতীয় ক্রিকেটার সেই রেকর্ড ভেঙ্গে দিতে পারেন বলে ভবিষ্যৎবাণী করছেন হরভজন সিং। আর যে ক্রিকেটার এই রেকর্ড ভাঙতে পারেন, তিনিও একজন বোলার। ভাজ্জি এরকম ভবিষ্যৎবাণী করেছেন ভারতের অত্যন্ত জনপ্রিয় দ্রুত বোলার জসপ্রিত বুমরাহকে নিয়ে। ভাজ্জি বলছেন, বুমরাহকে যেকোনো ফ্রাঞ্চাইজি পেতে চায়। তাই তিনি চাইলে নিজের দর বৃদ্ধি করতে পারেন।

কত টাকা পেতে পারেন বুমরাহ?

ভাজ্জির ভবিষ্যৎবাণী সত্যি হলে, বুমরাহ্ যদি নিজেকে নিলামে রাখেন, তাহলে তিনি অনায়াসে ৩০ থেকে ৩৫ কোটি টাকা পেয়ে যেতে পারেন এ বছরের আইপিএলে। হরভজন সিং বলছেন, ও যে মাপের ক্রিকেটার, ওর মত ক্লাস তারকাকে যেকোনো দল নিতে চাইবে। মুম্বাইয়ের হয়ে এখনো পর্যন্ত ১৩৩টি ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন এই ভারতীয় জোরে বোলার। মুম্বাইয়ের জার্সিতে একটানা দুরন্ত পারফরমেন্স দিয়েছেন তিনি। হরভজন দাবি করেছেন, আইপিএলের ১০ টি ফ্রাঞ্চাইজি সবাই তাকে দলে নিতে চাইছেন। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর যদি কোন বিদেশি খেলোয়াড় লিগ থেকে নাম প্রত্যাহার করে নেন, তাহলে আগামী দুই মরশুমের জন্য তাকে নিষিদ্ধ করা হবে। এর বাইরে আইপিএলের মেগা নিলামে বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন করতে হবে, না হলে কিন্তু আগামী মিনি নিলামে অংশ নিতে পারবেন না তারা।

Related Articles

Back to top button