আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ SIM চালাচ্ছে না তো? যাচাই করুন সহজে
আপনার আধার নম্বর দিয়ে অন্য কেউ SIM তোলেনি তো? যাচাই করুন সহজেই
বর্তমানে Aadhar card ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। Aadhar card য়ের সাহায্যে কেউ বিভিন্ন প্রকল্পের আওতায় ভারত সরকার প্রদত্ত অনেক সুযোগ সুবিধা পেতে পারে। তবে, Aadhar card য়ের মাধ্যমে সুবিধা পেতে আপনার ঠিকানা অবশ্যই সঠিক ও আপডেটেড থাকতে হবে। এবং আঁধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটিও চালু থাকা আবশ্যক।
নতুবা আপনার Aadhar নম্বর দিয়ে কেউ ভুলভাল কাজ করে ফেললে আপনি জানতেও পারবেন না। হ্যাঁ আধারের সম্পর্কিত যে কাজ করলে, প্রথম মেসেজ নোটিফিকেশনটা আসবে আপনারই স্মার্টফোনে। কিন্তু জানেন কি ভারতে একটি আঁধার নম্বর ব্যবহার করে মোট ১৮ টি সিমকার্ড তোলা যায়। আপনার নম্বর দিয়েও কেউ সিমকার্ড তোলেনি তো?
প্রতারকরা আপনার Aadhar নম্বর দিয়ে সিমকার্ড তুলে অনেক ভুল কাজ করতে পারে যার কারণে আপনার Aadhar কার্ড বাতিলও হয়ে যেতে পারে। এরজন্য আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। যেখানে সেখানে Aadhar নম্বর ইনপুট করা থেকে নিজেকে বিরত রাখুন।
তবে এখনও পর্যন্ত আপনার Aadhar নম্বর দিয়ে কেউ কোনো সিমকার্ড তুলেছে কিনা তা খুব সহজেই জানা সম্ভব। এর জন্য কম্পিউটারেরও প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্টফোন আর ইন্টারনেটের মাধ্যমেই আপনি জেনে যেতে পারবেন।প্রথমে UIDAI-এর ওয়েবসাইটে যান। (লিঙ্ক : https://resident.uidai.gov.in/notification-aadhar ) এবার নির্দিষ্ট স্থানে আপনার ১২ অঙ্কের Aadhar Number দিন।এবার ক্যাপচা লিখুন।এবার OTP Generate-র অপশনে ক্লিক করুন।এরপর আপনার ফোন দেখে OTP টা দিন। এবার নতুন পেজ খুলবে। সেখানে অথেন্টিকেশন টাইপ, নম্বার অফ রেকর্ড ও OTP আরও একবার দিন। ড্রপ ডাউন মেনু থাকবে। সেখান থেকে All অপশন বেছে নিন।
এবার পেজে থাকা সিলেক্টেড ডেট রেঞ্জে যান। সেখানে গত ছয় মাসে আপনার কার্ডের হিস্ট্রি (Aadhar Card History) দেখতে পাবেন। এবার সাবমিট করুন।এরপরে পেয়ে যাবেন সমস্ত হিস্ট্রি। অথেন্টিকেশানের জন্য আবার OTP-র Request করুন। আপনার আধার কার্ড কবে, কোথায় ব্যবহৃত হয়েছে, পেয়ে যাবেন এই সব তথ্য। আপনার অজানা কোনও স্থানে আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি থাকলে অবশ্যই UIDAI-এর ওয়েবসাইটে অভিযোগ দায়ের করুন।