Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Breaking News: অবসর নিচ্ছেন ধোনি? কোহলির ট্যুইটে জল্পনা!

Updated :  Thursday, September 12, 2019 8:02 PM

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি একটি টুইট করেছেন বৃহস্পতিবার। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে ধোনির যে ভূমিকা ছিল, সেটিরই স্মৃতিচারণা করেন কোহলি। কিন্তু হঠাৎ কেন ধোনিকে নিয়ে কোহলির এই স্মৃতিচারণা? তিল থেকে তাল হয়ে গেল মুহূর্তেই। গুজব ছড়াল অবসর নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এমনকি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ধোনি সেই ঘোষণা করবেন বলে ভারতের ক্রিকেট অনুরাগীদের মধ্যে জোর গুঞ্জন। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন ধোনি। স্বেচ্ছায় বিসিসিআইয়ের কাছ থেকে ছুটি নিয়েছিলেন। অংশ নেন সেনা ট্রেনিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাই ছিলেন না। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধোনিকে বিবেচনা করেননি নির্বাচকরা।

ধোনি কবে অবসর নেবেন এ নিয়েই এখন ভারতীয়দের মধ্যে যত জল্পনা। এর মধ্যে কোহলির হঠাৎ ওই স্মৃতিচারণা। কোহলি ধোনির সঙ্গে ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘ওই ম্যাচের কথা আমি ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময়ে যে ভাবে ছুটতে হয়, ওই লোকটা আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল। ‘ কোহলির ওই টুইটে ধোনির বিদায়ের করুণ সুর বাজতে শুরু করে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মধ্যে। তবে ধোনির অবসরের এই গুজব উড়িয়ে দিয়েছে বিসিসিআই।