আগামী ৩রা জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। এই সফরে লঙ্কারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আসন্ন দুটি সিরিজ উপলক্ষে গতকাল যুগ্ম স্কোয়াড ঘোষণা করেছে ভারতের দল নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা। যেখানে দুটি সিরিজের কোনটিতেই নাম নেই ভারতের উইকেট ব্যাটসম্যান ঋষভ পন্থের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
কেন দুটো সিরিজের একটিতেও নাম নেই ঋষভ পন্থের সেই বিষয়ে অনুসন্ধান করলে একাধিক তথ্য উঠে এসেছে মিডিয়ার সামনে। প্রথমত, বিগত দুই বছরের বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে দেখা গেছে ভারতীয় এই ক্রিকেটারকে। একের পর এক সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেও নিজের নামের পাশে সুবিচার করতে পারেনি তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিক ব্যর্থতার কারণেই সাদা বলে ক্রিকেট থেকে অপসারণ করা হয়েছে তাকে।
বিভিন্ন মিডিয়ার তথ্য অনুসারে আরও একটি কারণ উঠে এসেছে সামনে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে পায়ে চোট পেয়েছেন ঋষভ পন্থ। যে জন্য আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সময়ে তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমি বেঙ্গালুরুতে রিহ্যাবে থাকবেন। তবে ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিশাণ (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল , আরশদীপ সিং, হার্সেল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং।