রাজনৈতিক মহলে জল্পনা, এবারে মুকুল রায় এর পথে হাঁটতে চলেছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এর আগে যখন মুকুল রায় বিজেপিতে যোগদান করেছিলেন সেই সময় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে চলে গিয়েছিলেন রাজারহাট নিউটাউনের হেভিওয়েট নেতা সব্যসাচী দত্ত। সেই সময় মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর লুচি আলুর দম খাওয়া নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু বর্তমানে আবার মুকুল রায় ফিরে এসেছেন তৃণমূলে। তাহলে কি এবারে সব্যসাচী দত্ত আবার মুকুলের পথে হাঁটতে চলেছেন? জল্পনার মাঝেই এবারে তাঁর রাজনৈতিক অবস্থান নিজেই জানিয়ে দিলেন সব্যসাচী দত্ত।
একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সব্যসাচী দত্ত বললেন, “আগামী দিনে আমাকে বিজেপির সৈনিক হিসেবেই দেখা যাবে।” অন্যদিকে মুকুল রায় প্রসঙ্গে সব্যসাচী দত্ত বললেন ,”এটা ওর ব্যাপার উনি বুঝবেন। আর বিজেপিতে যদি কোন ক্ষতি হয় সেটা পরে দেখা যাবে।”
মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পর থেকেই জল্পনা উঠেছিল সব্যসাচী দত্ত হয়তো তারই সঙ্গে আবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে চলেছেন। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে দিয়ে সব্যসাচী এদিন তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন।যদিও কিছুদিন আগে তিনি উল্লেখ করেছিলেন মমতার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়নি। তারপরেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নিয়ে জল্পনা শুরু হয় সব্যসাচী দত্তকে নিয়ে।
অন্যদিকে, ২১ বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে বিজেপির টিকিটে লড়াই করে সুজিত বসুর কাছে হেরে গিয়েছেন সব্যসাচী দত্ত। তারপর থেকে সব্যসাচী বিজেপির বৈঠকে তেমন একটা উপস্থিত নেই। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল তিনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন। আবার, সব্যসাচীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বিজেপিতে। রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেও তিনি কি আজীবন বিজেপিতেই থাকছেন, থেকে যাচ্ছে প্রশ্ন।