গোয়া: এই মুহূর্তে মন ভাল নেই গোটা বিশ্বের। কারণ, ফুটবলের রাজপুত্রের বিদায় এখনও কেউ মন থেকে মেনে নিতে পারছে না। আর্জেন্টিনা হোক বা কলকাতা, সর্বত্রই ছড়িয়ে পড়েছে হাহাকার। টার মধ্যেই আইএসএলে বৃহস্পতিবার গোয়ার জেএমসি স্টেডিয়ামে মারাদোনাকে স্মরণ করেই বল গড়িয়েছিল। এদিন মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচ শুরু হওয়ার আগে জায়েন্ট স্ক্রিনে মারাদোনার ছবি ফুটে ওঠে। তারপর নীরবতা পালনের মাধ্যমে ফুটবলের রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এমনকি ফুটবলার, রেফারি, সাপোর্ট স্টাফ সহ সকলেই কালো আর্ম ব্যান্ড পরে মারাদোনাকে শেষ সম্মান জানিয়েছেন। এদিন দুই দলের ফুটবলারদের কারোরই মন ভাল ছিল না। তাই জয়ের হাসি হাসতে পারেনি কেউ। ড্র দিয়ে এদিনের খেলা শেষ হয়েছে।
FULL-TIME | #KBFCNEU
A 🎇 game in Bambolim as @NEUtdFC come from two goals down to rescue a point against @KeralaBlasters! #HeroISL #LetsFootball pic.twitter.com/oEe1IwaGyY
— Indian Super League (@IndSuperLeague) November 26, 2020
এদিন প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল কেরালা ব্লাস্টার্স। নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলারদের সুযোগ দিচ্ছিল না। এমনকি প্রথমার্ধ শেষে 20 গোলে এগিয়ে ছিল কিবু ভিকুনার ছেলেরা। তবে দুই গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর থেকেই খেলার পাশা পুরো উল্টে যেতে থাকে। একটি নয়, একেবারে দু-দুটি গোল কেরালা ব্লাস্টার্সকে শোধ করে দেয় নর্থইস্ট ইউনাইটেড। তবে গোল শোধ করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল লাল জার্সি ফুটবলারদের। কারণ, পরবর্তী সময়ে দুই দলের কেউই আরও একটি গোল করে জয়ের হাসি হাসতে পারেনি। অবশেষে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
এর আগে এটিকে-মোহনবাগানের কাছে হারতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তাই দুই ম্যাচ শেষে সচিনের শিষ্যদের পয়েন্ট ১। অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারানোর সুবাদে দুই ম্যাচ শেষে নর্থইস্ট ইউনাইটেডের পয়েন্ট ৪। আগামী ম্যাচগুলিতে দুই দলের ফলাফল কী হয়, এখন সেটাই দেখার।।