২০২১ সালের প্রথম দিকেই চন্দ্রায়ণ -৩ উৎক্ষেপণ করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন। তৃতীয় বারের জন্য চন্দ্রাভিযানের এই মিশনের সূচনায় কিছুটা বিলম্ব হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, মহাকাশযান প্রকল্প ও মহাকাশ পর্যন্ত ভারতের মানবিক মিশনের সময় অণুজীব সম্পর্কিত চারটি জৈবিক এবং দুটি শারীরিক বিজ্ঞান পরীক্ষা করা হবে।
তিনি আরও বলেন যে, ‘সংশোধিত কনফিগারেশনটি নকশার দৃঢ়তা ও মিশনের নমনীয়তার জন্য ক্ষমতা বর্ধন এবং একই সাথে চন্দ্রায়ণ -২ এর ঐতিহ্যও ধরে রেখেছে। একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘চন্দ্রায়ণ – ৩ এর উৎক্ষেপণের সম্ভাব্য সময় হিসেবে ২০২১ সালের প্রথমার্ধকেই ধরা হয়েছে। চন্দ্রায়ণ -৩ মিশনের কনফিগারেশনটি চন্দ্রায়ণ-২ এর থেকে শিক্ষা নিয়ে তৈরী করা হচ্ছে।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : এসে গেল হোয়াটসঅ্যাপের ‘ডার্ক মোড’ অপশন, জেনে নিন কিভাবে পাবেন
এর আগে চন্দ্রায়ণ -২ এর উৎক্ষেপণ চাঁদের খুব কাছাকাছি পৌঁছেও পুরোপুরি সফল হতে পারেনি। এরপরই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আবার প্রকল্পটি চালু করার সংকল্প নেয়। ঘোষণা করে যে, নতুন করে আবারও প্রকল্পটি বছরের শেষের দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।