ক্রিকেটখেলা

একটি মহৎ কাজের জন্য অর্ধেক দাড়ি-গোঁফ কামালেন জ্যাক ক্যালিস

Advertisement

তড়িৎ ঘোষ : দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস তাঁর বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারের জন্য পৃথিবী বিখ্যাত। ১৬৬ টি টেস্ট ও ৩২৮ টি একদিনের ম্যাচে মোট ১০ হাজার রান ও আড়াইশো টি উইকেট রয়েছে তাঁর। ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি এখন কোচিং এর দায়িত্ব পালন করেন। গত কয়েকটি মরশুমে কলকাতা নাইট রাইডার্স এর প্রধান কোচ ছিলেন তিনি।

সম্প্রতি তিনি অর্ধেক দাড়ি-গোঁফ কামানো অবস্থায় একটি ফটো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এরকম অবাক করা একটি কৃতকর্মের কারণটাও তিনি জানিয়ে দিয়েছেন। গণ্ডারদের সুরক্ষা নিয়ে সচেতনতামূলক প্রচার ও গণ্ডার সংরক্ষণের জন্য অর্থ সংগ্রহের প্রয়োজনে তিনি “সেভ দ্যা রাইনো” চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তাই এই অভিনব “হাফ সেভ” করেছেন। শুধু তাই নয়, বেশ কয়েকদিন এই অবস্থাতেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।

“সেভ দ্যা রাইনো” পশুপাখিদের সুরক্ষা নিয়ে কাজ করা একটি অ-লাভজনক সংস্থা। এই সংস্থার চ্যালেঞ্জ নিলে দাড়ি-গোঁফ ও ছাতির চুল অর্ধেক কামাতে হয়। ৪৪ বছর বয়সী জ্যাক ক্যালিস এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই তাকেও হাফ সেভ করাতে হয়েছে। আর তারপর সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Related Articles

Back to top button