Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিজের বেডরুম থেকে হট ছবি শেয়ার করলেন জ্যাকলিন

Updated :  Thursday, January 9, 2020 8:54 PM

কৌশিক পোল্ল্যে: ইনস্টাগ্রামে ফলোয়ার্সের দিক দিয়ে এনার পাল্লা ভীষন ভারী, যা বর্তমানে 35 মিলিয়নের বেশি। নিজের অসাধারন রূপে মোহিত করেছেন অগনিত ভক্তদের।

বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী জ্যাকলিনের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি হিট ছবিও। এমতাবস্থায় সোশাল মিডিয়ায় তার কদর বেশি হওয়াটাই স্বাভাবিক।

আরও পড়ুন : লাল রঙের হট বিকিনিতে নিয়া শর্মা, তুমুল ঝড় নেট দুনিয়ায়

সম্প্রতি জ্যাকলিন নিজের বেডরুম থেকে একটি ছবি শেয়ার করেছেন। নো মেক-আপ লুকেও তার রূপের জেল্লা কম কিছু নয়। অতি সাধারন এই ছবিটি হুহু করে ভাইরাল হয়েও যায় খুবই কম সময়ে।

আগের বছর ছবি ভাইরালের দৌড়ে প্রথম পাঁচটি অভিনেত্রীর নামের লিস্টে তার নামটি জ্বলজ্বল করছে। প্রতি বছর সবচেয়ে কাঙ্খিত নারীদের লিস্টে তার নামটি থেকেই যায়। নতুন করে কোনো প্রজেক্টে হাত না দিলেও সোশালে অনবরত রাজ করে চলেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী।

 

View this post on Instagram

 

Exercise your rights.

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on