বর্তমানে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছে। এই দলে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে টেস্ট ক্রিকেটে সুযোগ পাননি ভারতের অন্যতম সেরা স্পিনার চতুর চাহাল। এবার ভারতের দুই কিংবদন্তি স্পিনারকে ‘জঘন্য’ বোলার হিসেবে আখ্যায়িত করলেন পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রহমান। যা এই মুহূর্তে ভারতীয় সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় স্পিনাররা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছেন। রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, অনিল কুম্বলের মতো বিশ্বসেরা বোলার পেয়েছে ভারত। বর্তমানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সেরা ২০ স্পিনার বোলারের তালিকায় ৩ জন ভারতীয় বোলার রয়েছেন। তবুও ভারতীয় স্পিনারদের নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করেছেন আব্দুর রহমান। ২০১২ সাল থেকে ভারতীয় স্পিনার বোলারদের জন্য ঘরের মাটিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ভারতীয় স্পিনারদের নিয়ে সমালোচনা করে রীতিমতো ভাইরাল হচ্ছেন আব্দুর রহমান।
আপনাদের জানিয়ে রাখি, এদিন নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় সেরা বোলার প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে এমন বেফাস মন্তব্য করেন আব্দুর রহমান। তার মতে, রবীন্দ্র জাদেজা নিজের ক্যারিয়ারের প্রথম দিকে ছিলেন অতি জঘন্য বোলার। মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলেছেন তিনি। তবে যুজবেন্দ্র চাহালের ক্ষেত্রে তার মন্তব্য আরও ভীষণ আকার ধারণ করেছে। তিনি এদিন চাহালকে সরাসরি জঘন্য বোলার হিসেবে আখ্যায়িত করেন। শুধু তাই নয়, আব্দুর রহমান মনে করেন, যেকোনো ব্যাটসম্যান চাহলের বিরুদ্ধে খুব সহজেই রান করতে পারবেন। ওর বলে না আছে গতি আর না আছে স্পিন। চাইলে যে কোন ব্যাটসম্যান চাহালকে আক্রমণ করতেই পারেন।