ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত স্পষ্ট হল। এবার বাংলা পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। পাকিস্তানি সেনার অতর্কিত গোলাবর্ষণে নিহত ভারতীয় বীর সেনা জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্যে বিজেপি সাংসদ পুলিশের ঢুকতে না দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তিনি পরপর তিনটি টুইট করে পশ্চিমবঙ্গ পুলিশের এহেন কাজের তীব্র নিন্দা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে তৃণমূলের সংসদ সসম্মানে অনুষ্ঠানে উপস্থিত আছে সেখানে বিজেপির সাংসদকে কেন ঢুকতে দেওয়া হবে না?
গত রবিবার রাতে সুবোধ ঘোষের মৃতদেহ নিয়ে আসা হয় তার গ্রামে। সেখানে বাড়ি থেকে অদূরে একটি স্কুল মাঠে একটি অস্থায়ী মঞ্চে তাকে শ্রদ্ধা জানায় তার পরিবারের সদস্য, গ্রামবাসী, এলাকার বিধায়ক, সাংসদ এবং পুলিশ প্রশাসনের অনেকেই। তবে সেই শ্রদ্ধাজ্ঞাপন সভাতেই ঢুকতে দেওয়া হয়নি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে। পুলিশ তাকে প্রথমে সেখানে ঢুকতে না দিলেও শেষ পর্যন্ত তিনি নিহত সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বলে জানা গিয়েছে।
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ক্ষোভের সাথে বলেছেন যে বাংলার পুলিশ দলদাসে পরিণত হয়েছে। রাজ্যে সম্পূর্ণভাবে অরাজকতা চলছে। পুলিশ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। সর্বত্র সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তিনি আরো বলেন যে যেই সভাতে শাসক দলের সাংসদ সসম্মানে উপস্থিত আছেন সেখানে অন্য রাজনৈতিক দলের সাংসদকে কেন ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ।
https://twitter.com/jdhankhar1/status/1328523801936596993?s=20
এই ঘটনার নিন্দা করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি টুইটে জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা বলে আর কিছু নেই। তারা শাসকদলের দাসে পরিণত হয়েছে।” এছাড়াও রাজ্যপাল ঘটনাটি সম্পর্কে জানতে চেয়ে পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র দপ্তর থেকে রিপোর্ট চেয়েছে। এছাড়াও তিনি উর্দিধারী পুলিশের এরকম অগণতান্ত্রিক কাজ মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। টুইটের সাথে তিনি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ কর্তাদের বচসার একটি ভিডিও আপলোড করেছেন।