দেশনিউজ

আবার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের

Advertisement

সীমান্ত বরাবর আবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে পাক সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোট সেক্টরে আজ সকালে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাক সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর গুলির জবাবে পাল্টা ভারতীয় সেনাবাহিনীও গুলি চালায়। ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যাচ্ছে, এদিন সকালে হঠাৎই পুঞ্চের মানকোট সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি, লঞ্চার, মর্টার শেল ছুঁড়তে থাকে পাক সেনা। এর কিছুক্ষণ পরে ভারতীয় সেনাবাহিনীর তরফেও এর জবাব দেওয়া হয়।এর আগে রবিবার এবং সোমবার জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় নয়জন হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মহম্মদের জঙ্গিকে এনকাউন্টারে খতম করে যৌথবাহিনী। এই জঙ্গিদের মধ্যে হিজবুল মুজাহিদিনের কয়েকজন কম্যান্ডারও ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পদার্থ।

এরপরই আজ সকালে পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে। সেনা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, “সোপিয়ানেএ এনকাউন্টারে কোনো সেনা জওয়ান হতাহত হয়নি। নয় জঙ্গি মারা গিয়েছে।” এই নিয়ে চলতি বছরে ৮৪ জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী।

Related Articles

Back to top button