সাদা রঙের পোশাকে উন্মুক্ত ক্লিভেজ, নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ইদানিং নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করছেন। বর্তমানে তিনি সব ধরনের পোশাকে স্বচ্ছন্দ। নিজেকে যথেষ্ট গ্রুম করেছেন জাহ্নবী। সম্প্রতি তাঁর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।…

Avatar

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ইদানিং নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করছেন। বর্তমানে তিনি সব ধরনের পোশাকে স্বচ্ছন্দ। নিজেকে যথেষ্ট গ্রুম করেছেন জাহ্নবী। সম্প্রতি তাঁর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তাতে সাদা পোশাকে সকলের নজর কেড়েছেন জাহ্নবী।

ভিডিওতে জাহ্নবীর পরনে রয়েছে সাদা রঙের বডিকন ড্রেস। ড্রেসটি ফুলস্লিভ। ড্রেসটির নেকলাইন যথেষ্ট ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে জাহ্নবীর ক্লিভেজ। হালকা মেকআপ করেছেন তিনি। চোখে ব্যবহার করেছেন ন্যুড শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনার। ঠোঁট রাঙিয়েছেন লালচে গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে জাহ্নবীর সিল্কি চুল। প্রকৃতপক্ষে, এটি ছিল জাহ্নবী অভিনীত ফিল্ম ‘গুডলাক জেরি’-র প্রিমিয়ারের ভিডিও। ফিল্মটি রিলিজ করেছিল 2023 সালের মাঝামাঝি। জাহ্নবীকে এই পোশাকে দেখে অনেকে তাঁর প্রশংসা করেছেন। কিন্তু নেটিজেনদের একাংশ ট্রোল করেছিলেন নায়িকাকে। ফিল্মের প্রিমিয়ারে জাহ্নবীর সাথে উপস্থিত ছিলেন তাঁর বাবা বনি কাপুর (Boni Kapoor) ও বোন খুশি কাপুর (Khushi Kapoor)।

বাবার সামনে জাহ্নবীকে টাইট পোশাকে দেখে নেটিজেনদের একাংশ সমালোচনা করেছিলেন। অবশেষে চলতি বছর দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন জাহ্নবী। 2023 সালে তাঁর জন্মদিনে দক্ষিণ ভারতীয় ফিল্মে খুব শীঘ্রই ডেবিউ করতে চলেছেন বলে জানিয়েছিলেন জাহ্নবী। চলতি বছরের 19 শে জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হল জাহ্নবীর ডেবিউ দক্ষিণী ফিল্ম ‘দেবারা’-র শুটিং। এই ফিল্মের শুটিং চলছে হায়দরাবাদে। ‘দেবারা’-য় জাহ্নবীর বিপরীতে অভিনয় করছেন জুনিয়র এনটিআর (Jr. NTR)। ফিল্মটি পরিচালনা করছেন কোরাতলা শিবা (koratla Shiva)।