Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্লিভলেস ব্লাউজ ও গোলাপি শাড়িতে লজ্জাবতী জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি

Updated :  Monday, January 20, 2020 1:56 PM

কৌশিক পোল্ল্যে: শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর স্টারকিড হিসেবে নয় বরং নিজের অভিনয়ে প্রতিষ্ঠিত করেছেন নিজের নাম। ফিল্মফেয়ার না পেলেই বা কি! ভেঙে না পড়ে মায়ের মতো শক্তভাবে উঠে দাঁড়িয়েছেন হিন্দি ছবির এই নবাগতা।

2019 এ নবাগতাদের মধ্যে তার প্রথম ছবি ‘ধড়ক’এর ফার্স্ট ডে বক্সঅফিস কালেকশন বাকি সবার থেকে বেশি। প্রথম ছবির পরই তিনি এন্ট্রি করেন করন জোহরের চ্যাট শো ‘কফি উইথ করন’এ।

আরও পড়ুন : সমুদ্রের ধারে লাল বিকিনিতে অর্ধনগ্ন লুকে দিশা পাটানি, ভাইরাল এই ছবি

সম্প্রতি নিজের একটি একটি শাড়ি লুকের ছবি শেয়ার করলেন তিনি। স্লিভলেস ব্লাউজের সঙ্গে লাইট পিঙ্ক কালারের শাড়িতে, লজ্জাবতী জাহ্নবীর এই লুক হুহু করে শেয়ার হচ্ছে। এই একই আউটফিটে পরপর ছটি বিভিন্ন পোজের ছবি শেয়ার করেন তিনি। সুন্দর এই লুকে তাকে দিব্যি মানিয়েছে। জাহ্নবী এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘দোস্তানা 2’ এর কাজে। তার শাড়ি লুকের ছবিগুলি নীচে রইল আপনার জন্য।

 

View this post on Instagram

 

Can I live in a saree forever!!! ??????✨?

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on