Jaspreet Bumrah: সৌন্দর্যে ঐশ্বর্য রাই-এর চেয়ে রূপবতী জসপ্রীত বুমরাহর দিদি, রইল তাঁর ছবি

সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বজায় রেখে এবার নেট পাড়ায় শোরগোল পড়ে গেল ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহর দিদি জুহিকার সৌন্দর্য নিয়ে। নেট প্রেমীরা মনে করছেন, জুহিকার সৌন্দর্য বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের চেয়েও…

Avatar

সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বজায় রেখে এবার নেট পাড়ায় শোরগোল পড়ে গেল ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহর দিদি জুহিকার সৌন্দর্য নিয়ে। নেট প্রেমীরা মনে করছেন, জুহিকার সৌন্দর্য বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের চেয়েও কোন অংশে কম নয়! আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারদের বোন কিংবা স্ত্রী-র সৌন্দর্য নিয়ে বর্ণনা করতে উত্তপ্ত রয়েছে। ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি কিংবা সূর্য কুমার যাদবের পরিবার বাদ পড়েনি সেই ট্রেন্ড থেকে।

 

View this post on Instagram

 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

সম্প্রতি ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহর দিদির সৌন্দর্য নিয়ে আলোকপাত করতে ব্যস্ত সোশ্যাল মিডিয়া। বুমরাহর দিদির নাম জুহিকা। কোন সালে তার জন্ম তা স্পষ্ট করতে পারেনি জসপ্রীত বুমরাহর পরিবার। তবে নিয়ম মেনে ২রা জুলাই তার জন্মদিন পালন করে থাকেন জসপ্রীত। ভারতীয় এই পেস বোলার এক সময় সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন, তার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তার দিদির কত বড় ভূমিকা ছিল।

জসপ্রীত বুমরাহ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “দিদি সর্বদা আমার উৎসাহিত করতেন ক্রিকেট খেলার জন্য। ৫ বছর বয়সে বাবাকে হারানোর পর মা এবং দিদির অনুপ্রেরণায় নিজেকে গড়ে তুলতে পেরেছি।” আপনাদের জানিয়ে রাখি, জসপ্রীত বুমরাহর দিদি পেশায় একজন স্কুল শিক্ষিকা। তবে বর্তমানে তিনি বিবাহিত এবং স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন। ১৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে বরুন সেলিকে বিয়ে করেন জুহিকা, যিনি একটি ডিজিটাল মার্কেটিং ফার্মে কাজ করেন।

Jaspreet Bumrah: সৌন্দর্যে ঐশ্বর্য রাই-এর চেয়ে রূপবতী জসপ্রীত বুমরাহর দিদি, রইল তাঁর ছবি

তবে বর্তমানে ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহ জাতীয় দলের বাইরে রয়েছেন। পিঠে চোট পাওয়ায় আসন্ন এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন তিনি। মনে করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন বুমরাহ। উল্লেখ্য, ১৪ মার্চ ২০২১-এ ভারতীয় মডেল সঞ্জনাকে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহ।

Jaspreet Bumrah: সৌন্দর্যে ঐশ্বর্য রাই-এর চেয়ে রূপবতী জসপ্রীত বুমরাহর দিদি, রইল তাঁর ছবি

About Author