Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চাবুক ফিগারে নেট কাঁপালেন বুম বুম বুমরাহ’র হবু বউ সঞ্জনা, রইল সমস্ত ছবি

Updated :  Saturday, March 13, 2021 10:47 AM

জনপ্রিয় ক্রিকেট তারকা জসপ্রীত বুমরাহ এর বিবাহ নিয়ে বর্তমানে উত্তাল নেট দুনিয়া। দিন কয়েক আগে থেকে দক্ষিনের নায়িকা অনুপামা পরমেস্বরান এর সাথে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল জসপ্রীত বুমরাহ এর। কিন্তু ওই গুঞ্জন একেবারেই ভুয়া বলে ধূলিসাৎ করে দিয়েছেন অনুপমার মা সুনিতা নিজে। তারপরে এবারে জনপ্রিয় ক্রিকেট শো সঞ্চালিকা সঞ্জনা গণেসান এর সঙ্গে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে জসপ্রীত বুমরাহ এর।

চাবুক ফিগারে নেট কাঁপালেন বুম বুম বুমরাহ'র হবু বউ সঞ্জনা, রইল সমস্ত ছবি

সূত্রের খবর অনুযায়ী, জসপ্রীত বুমরাহ এর পাত্রী হতে চলেছেন সঞ্জনা। তার মধ্যেই তাদের দুজনের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। সকলে তাদের বিবাহের আগে তাদের আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে নিজের হবু বর জসপ্রীত বুমরাহ এর একটি সাক্ষাৎকার গ্রহণ করছে সঞ্জনা।

চাবুক ফিগারে নেট কাঁপালেন বুম বুম বুমরাহ'র হবু বউ সঞ্জনা, রইল সমস্ত ছবি

২০১৯ এর বিশ্বকাপে সঞ্জনা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন বেশ কয়েক বছর ধরে। কেকেআর ডায়েরিজ নামে একটি সঞ্চালনা করতেন সঞ্জনা। গত ২০১৬ সালে সঞ্জনা কে কে আর এর সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে নাইট ক্লাব নামক একটি শো সঞ্চালনা করছেন। এছাড়াও আইপিএলে তাকে অ্যাংকারিং করতে দেখা গিয়েছে।

চাবুক ফিগারে নেট কাঁপালেন বুম বুম বুমরাহ'র হবু বউ সঞ্জনা, রইল সমস্ত ছবি

অন্যদিকে একটি জনপ্রিয় ওয়েবসাইটের খবর অনুযায়ী গোয়াতে সঞ্জনা এবং জসপ্রীত বুমরাহ এর বিয়ে হবে। টিভি শো সঞ্চালনা এর আগে সঞ্জনা ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী ছিলেন। তার পাশাপাশি তিনি অনেক জায়গায় মডেলিং করেছেন। ২০১৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালে গিয়ে পৌঁছেছিলেন তিনি। এছাড়াও জনপ্রিয় শো স্প্লিটসভিলা তে তিনি অংশগ্রহণ করেছিলেন। ২০১৩ তে সঞ্জনা ফেমিনা মিস গর্জিয়াস পুরস্কার অর্জন করেছিলেন।