IND Vs PAK: ‘ভাড় ম্যা যায় ইন্ডিয়া’! ২০২৩ বিশ্বকাপে ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন পাক্ ক্রিকেটার

কয়েক মাসের দীর্ঘ আলোচনার পর অবশেষে এশিয়া কাপের ধোঁয়াশা কাটিয়ে নির্ধারিত হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলে ভারতীয় ক্রিকেট বোর্ড ‘হ্যাঁ’ জানাতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ ২০২৩ আয়োজনে উঠে পড়ে লেগেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপের সম্পূর্ণ আয়োজন পাকিস্তানের মাটিতে হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল, টিম ইন্ডিয়া খেলতে যাবে না পাকিস্তানের মাটিতে। যে কারণে একাধিক বিবাদের পর হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আয়োজন করা হচ্ছে এশিয়া কাপের মেগা টুর্নামেন্ট।

এদিকে এশিয়া কাপের কালো মেঘ কাটতে না করতে আসন্ন একদিনের বিশ্বকাপ নিয়ে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে হাইব্রিড মডেলে বিশ্বকাপ আয়োজন সহ একাধিক সুবিধা দাবি করা হয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসা প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, তাদের পছন্দমত স্টেডিয়ামে আয়োজন করতে হবে ম্যাচ। নতুবা হাইব্রিড মডেলে বিশ্বকাপ আয়োজন করতে হবে ভারতকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রতিদিন নিত্যনতুন দাবি জানানো হচ্ছে বিসিসিআই-এর কাছে। শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে নয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে অগ্নিবাণ ছুড়ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ বিষয়টি নিয়ে রীতিমতো আক্রমণ শুরু করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডসহ ভারতীয় প্রধানমন্ত্রীকে।

এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘২০১২ সাল থেকে আমরা এখনও পর্যন্ত দুইবার ভারতের মাটিতে খেলতে গেছি। এবার টিম ইন্ডিয়ার জন্য কড়া পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদি আমার হাতে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকতো, তবে আমি কখনোই পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাতাম না। ভারতের থেকে নিঃসন্দেহে আমাদের ভালো দল। আমরা কেন বারবার ভারতের সিদ্ধান্ত মেনে চলবো? চূলোয় যাক ভারতীয় দল। কোন প্রয়োজন নেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার।’