কৌশিক পোল্ল্যে: যদিও কথা ছিল, “এবার শরতে নয় শীতে হবে অসুরের আগমন” কিন্তু সে আশায় জল ঢেলে দিল শীতকালীন অসময়ের বৃষ্টি।
বাবা যাদব পরিচালিত জিৎ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘অসুর’ প্রথম দিনেই বৃষ্টির কবলে। ছবির গল্প কলকাতার থিমের পুজোকে কেন্দ্র করে। দুর্গাপুজোর উন্মাদনা, পুজো কমিটির উদ্যোক্তাদের পুজো নিয়ে বৈঠক, থিম সেট করার মুহূর্ত সবটাই চোখে পড়বে এই ছবিতে।
আরও পড়ুন : ‘সিনেমা করুন, নাহলে আত্মহত্যা করব’, শাহরুখকে হুমকি এক ভক্তের
বাংলা সিনেমায় এরকম বড় মাপের সেট-আপ ও বিষয় নিয়ে ছবি বলা যায় এই প্রথমবার। জিত, আবির, নুসরত জাহান অভিনীত এই ছবি নিয়ে দর্শকদের স্বাভাবিক উচ্ছাস ছিল চোখে পড়ার মতোই। সিনেমা নিয়ে চড়েছিল উত্তেজনার পারদ। কিন্তু এই অসময়ের বৃষ্টিতে ছবির বক্সঅফিসে কীরকম প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার বিষয়।