Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে ‘গেঁন্দা ফুল’ গানে ঝুমা বৌদির হট ডান্স, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

কৌশিক পোল্ল্যে: চারিদিকে কান পাতলে এখন একটাই বিষয় ভেসে আসবে লকডাউন। এটি এমন একটি কঠিন পরিস্থিতি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনই যার সম্মুখীন হয়নি ভারতবর্ষ। গোটা বিশ্বে চোখে পড়ছে…

Avatar

কৌশিক পোল্ল্যে: চারিদিকে কান পাতলে এখন একটাই বিষয় ভেসে আসবে লকডাউন। এটি এমন একটি কঠিন পরিস্থিতি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনই যার সম্মুখীন হয়নি ভারতবর্ষ। গোটা বিশ্বে চোখে পড়ছে মন্দা, অর্থনৈতিক অবস্থা ২০০৮ -২০০৯ অর্থবর্ষের মতোই করুন পরিস্থিতির দিকে এগোচ্ছে।

আলোচনা অতি গম্ভীর হয়ে যাচ্ছে কী! আচ্ছা সেলেবদের কথাই যদি বলি তাহলে হয় চরম বিপাকে রয়েছেন তারাও। আর্থিক দিক না হলেও একটা বিরাট বড় ভয় কাজ করছে সকলের মনে যেহেতু ফিল্মসিটি মুম্বাই এখন করোনার মূল কেন্দ্রবিন্দু বা হটস্পট এই ভারতবর্ষে, যা সত্যিই ভীতির সঞ্চার করেছে বলিমহলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনে কি করছেন ঝুমা বৌদি, তার বাড়ির অবস্থা কেমন, জানতে ইচ্ছে করছে? তবে চলুন জেনে নিই। লকডাউনের আবহে সময় কাটাতে নাচে গানে ও টিকটকে মেতে ঝুমা ওরফে মোনালিসা, আর তার সঙ্গী তো রয়েছেনই অভিনেতা বিক্রান্ত। প্রায়শই দুজনকে একসঙ্গে টিকটক ভিডিয়ো করতে দেখা যায়।

তবে এবার নয়ারূপে ঝুমা বৌদি নেচে বাজিমাত করলেন ঠাকুরপোদের মনে। স্বামীর সঙ্গে ‘গেঁন্দা ফুল’ গানে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচলেন এই অভিনেত্রী। নাচের প্রতিটি ভঙ্গিমায় ঘায়েল খোদ ঠাকুরপোরা। উষ্ণ ভিডিয়োটি ভাইরাল হতে একেবারেই সময় নেয়নি।

About Author