Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৩২৯ টাকায় ৮৪ দিনের বৈধতা, দুর্দান্ত অফার নিয়ে হাজির Jio

Updated :  Tuesday, April 27, 2021 11:57 AM

ভারতীয় টেলিকম কোম্পানিগুলি আলাদা আলাদা মেয়াদ এবং ডেটা অফারের প্ল্যান বের করেছে। এর মধ্যে ৮৪ দিনের জন্য সব থেকে সস্তা প্ল্যান নিয়ে এসেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা তথা জনপ্রিয় টেলিকম প্রোভাইডার Relaince Jio। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৩২৯ টাকা। জানা গিয়েছে যে এই প্ল্যানটি সবচেয়ে সস্তার ৮৪ দিনের প্ল্যান। এর আগেও একের পর এক নতুন অফার নিয়ে এসেছে কোম্পানি।

এই টাকায় গ্রাহক পাবেন ৬ জিবি ডেটা। তবে এতে ডেটা এক দিনের হিসবে দেয় না কোম্পানি। এই সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ১০০০ টি sms এর সুবিধা ও দিয়েছে কোম্পানি। এছাড়া রয়েছে JioTV, Jio Cinema এবং Jio News এর ফ্রি সাবস্ক্রিপশনও। তবে যে বিষয়টির ওপর নজর রাখা উচিত তা হল এই প্ল্যানের বৈধতা। এই প্ল্যানে গ্রাহক পাবেন ৮৪ দিনের বৈধতা।

অন্যদিকে সবচেয়ে কম দামের মধ্যে ৮৪ দিনের প্ল্যান এর আগে গ্রাহকদের প্রেরণ করত Vi তথা Vodafone Idea। সেই প্ল্যানের দাম ছিল ৩৭৯ টাকা। এই প্ল্যানে ও গ্রাহকদের দেওয়া হত ৬ জিবি ডেটা। এতে সার্চ কোনও দৈনিক লিমিট ছিল না। এই প্ল্যানেও গ্রাহকদের দেওয়া হত ১০০০ টি sms এর সুবিধা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা।

অন্যদিকে ৮৪ দিনের জন্য এয়ারটেলের সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ও ৩৭৯ টাকা। এই প্ল্যানে গ্রাহককে দেওয়া হয় ৬ জিবি ডেটা। এতে সার্চ কোনও দৈনিক লিমিট ছিল না। এই প্ল্যানেও গ্রাহকদের দেওয়া হত ১০০০ টি sms এর সুবিধা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা। তবে এর সাথে গ্রাহক পাবেন Airtel Xstream Premium, Free Hellotunes এবং Wynk Music এর ফ্রি সাবস্ক্রিপশনও।