টেক বার্তা

বছরে মাত্র একবার খরচ, তারপর 365 দিন ফ্রি ডেটা আর কথা বলার সুবিধা – Jio New 1 Year Recharge Plan

মোবাইল রিচার্জের ক্রমবর্ধমান খরচ নিয়ে অনেক ব্যবহারকারীই চিন্তায় আছেন। বিশেষ করে গ্রাম বা ছোট শহরের মানুষদের জন্য প্রতিমাসে মোটা টাকা খরচ করে রিচার্জ করা কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করতে চলেছে রিলায়েন্স জিও। দেশের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা এবার আনতে চলেছে এমন এক বার্ষিক প্ল্যান, যেখানে মাত্র ৮০০ থেকে ৯০০ খরচেই ৩৬৫ দিনের রিচার্জ পাওয়া যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

বর্তমানে কী প্ল্যান আছে?

এই মুহূর্তে জিও-র সবচেয়ে জনপ্রিয় বার্ষিক প্ল্যানের দাম ৩৪৯৯। এতে ব্যবহারকারীরা পান—

  • আনলিমিটেড ভয়েস কল

  • প্রতিদিন ১০০ এসএমএস

  • প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (মোট ৭৩০ জিবি)

এর পাশাপাশি গ্রাহকরা পান JioTV, JioCinema-সহ একাধিক অ্যাপের অ্যাক্সেস। সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ টিভি—সবই রয়েছে এই প্ল্যানে। ৫জি সমর্থিত স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারেন, যা অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

তবে সমস্যা হল, ৩৪৯৯ টাকার এই খরচ অনেকের পক্ষেই সম্ভব নয়। যাঁরা শুধু ইন্টারনেট অথবা শুধু কলিং পরিষেবা চান, তাঁদের জন্য এই প্ল্যান অতিরিক্ত ব্যয়বহুল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

আসছে নতুন সাশ্রয়ী বার্ষিক প্ল্যান

এই সমস্যার সমাধানেই জিও আনছে দুটি আলাদা সস্তার প্ল্যান। ধারণা করা হচ্ছে এর দাম হবে ৮০০ থেকে ৯০০-এর মধ্যে।

  • ডেটা-অনলি প্ল্যান: এতে থাকবে কেবল ইন্টারনেট পরিষেবা, কোনো ভয়েস কল নয়। ছাত্রছাত্রী, অনলাইন ক্লাস বা চাকরিজীবী যাঁরা মূলত ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য আদর্শ।

  • কলিং-অনলি প্ল্যান: এতে থাকবে কেবল ভয়েস কল পরিষেবা। যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন না বা কম করেন, তাঁদের জন্য এটি উপযোগী।

এই দুটি আলাদা মডেল আনার মাধ্যমে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সুবিধা বেছে নিতে পারবেন।

গ্রামীণ ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা

ভারতের গ্রাম ও ছোট শহরের মানুষদের জন্য এই প্ল্যান বড় স্বস্তি বয়ে আনবে। অনেক পরিবারেই প্রতিমাসে মোবাইল রিচার্জের খরচ সামলানো কঠিন হয়ে পড়ে। নতুন কম দামের প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই সংযুক্ত থাকতে পারবেন। কেউ চাইলে শুধু ডেটা নিয়ে অনলাইন ক্লাস বা অফিসের কাজ চালাতে পারবেন, আবার কেউ শুধু কলিং বেছে নিয়ে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন।

কবে আসছে বাজারে?

যদিও জিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে অনুমান করা হচ্ছে খুব শিগগিরই এই প্ল্যান চালু হবে। একবার বাজারে এলে ব্যবহারকারীরা MyJio অ্যাপ, জিও ওয়েবসাইট বা অন্য রিচার্জ প্ল্যাটফর্ম থেকে সহজেই এই নতুন প্ল্যান কিনতে পারবেন।

সম্ভাব্য প্রভাব

টেলিকম বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ গ্রাহকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। সাশ্রয়ী প্ল্যানের ফলে বাজারে প্রতিযোগিতাও আরও বাড়বে, যা শেষ পর্যন্ত ব্যবহারকারীদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles