অবশেষে লঞ্চ হল Jio Airfiber, ৫৯৯ টাকা থেকে প্ল্যান শুরু! দেখে নিন অন্যান্য বেনিফিট
১৯শে সেপ্টেম্বর আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই এবং পুনে সহ সর্বমোট ৮টি মেগা সিটিতে একযোগে এই হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রিলায়েন্স জিও তাদের হাই-স্পিড ইন্টারনেট প্রযুক্তি লঞ্চ করল ভারতে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই এবং পুনে সহ সর্বমোট আটটি শহরে এদিন একযোগে Airfiber লঞ্চ করল সংস্থাটি। বিশ্বমানের এই ইন্টারনেট পরিষেবা লঞ্চ হওয়ার পর থেকে গ্রাহকদের জিজ্ঞাসা বেড়ে উঠেছে। কত দামে কিনতে পাওয়া যাবে এই Jio Airfiber বা এর প্যাকেজের দাম কত হবে? তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। চলুন আজকের নিবন্ধে আমরা আপনাদের Jio Airfiber-এর দাম এবং সুবিধা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাই।
প্রথমেই আমরা আপনাদের বলি, গতকাল অর্থাৎ 19শে সেপ্টেম্বর আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই এবং পুনে সহ সর্বমোট 8টি মেগা সিটিতে একযোগে এই হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। গ্রাহকরা চাইলে এখন ঘরে বসেই তার বিহীন এই ইন্টারনেট পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর জন্য কোনরকম অতিরিক্ত কারেন্টের প্রয়োজন হবে না। কোম্পানির তরফ থেকে ইন্টারনেট কানেকশনের জন্য রাউটার এবং Airfiber প্রযুক্তির মেশিন প্রদান করা হচ্ছে গ্রাহকদের। যদি এই প্রযুক্তি আপনিও গ্রহণ করতে চান তবে অবিলম্বে 60008-60008 নম্বরে একটি মিসড কল দিয়ে সংযোগের সুবিধা নিতে পারেন।
Jio Airfiber-এর সুবিধা-
প্রথমে যদি Jio Airfiber-এর দুর্দান্ত পরিকল্পনার কথা বলি, তবে এর প্রাথমিক রিচার্জ প্ল্যান শুরু হয়েছে 599 টাকা থেকে। যেখানে আপনি 30Mbps ইন্টারনেট গতি উপভোগ করতে পারবেন। পাশাপাশি 899 এবং Rs. 1,199টি প্ল্যান 100Mbps-এ সীমাহীন ডেটা প্রদান করে। এছাড়াও 1,499 টাকার রিচার্জ প্ল্যান 300Mbps গতি অফার করে। যেখানে 2,499 টাকার প্ল্যানটি 500Mbps গতিতে সীমাহীন ডেটা সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। সবচেয়ে ব্যয়বহুল Jio AirFiber প্ল্যানটি 3,999 টাকার। জানলে অবাক হবেন এটি 1Gbps গতিতে সীমাহীন ইন্টারনেট অফার করে গ্রাহকদের জন্য। শুধুমাত্র ইন্টারনেট প্রযুক্তি নয়, Jio Airfiber-এ আপনি 550টির বেশি ডিজিটাল চ্যানেল উপভোগ করতে পারবেন।