Jio এবং Airtel ব্যবহারকারীদের জন্য দারুন খবর, সস্তা প্ল্যানে ফ্রি ১৫টা OTT, ৫জি ইন্টারনেটও একদম ফ্রি
জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকের জন্য দারুন কিছু প্ল্যান নিয়ে হাজির হয়েছে
কার প্রিপেড প্ল্যান ভালো সেই নিয়ে এখন জিও এবং এয়ারটেলের মধ্যে চলছে ব্যাপক রেষারেষি। ভারতের দুটি সবথেকে বড় টেলিকম কোম্পানি এখন একে অপরের সঙ্গে লড়াইয়ে মেতেছে তাদের কম দামি এবং সাশ্রয়ী প্রিপেড প্ল্যান নিয়ে। আর এই প্রতিযোগিতার কারণে সমস্ত সুবিধা হচ্ছে ব্যবহারকারীদের। একদিকে যেমন জিও তাদের প্ল্যানের সঙ্গে জিও টিভি এবং অন্যান্য জিও অ্যাপ্লিকেশনের সমস্ত সাবস্ক্রিপশন দিচ্ছে, তেমনি এয়ারটেলও আপনাকে দিচ্ছে বেশ কিছু সুবিধা যার মধ্যে অন্যতম হলো উইন্ক মিউজিক একেবারে বিনামূল্যে। ফলে যারা মিউজিক লাভার রয়েছেন তাদের জন্য এটা একটা দারুন অফার হতে চলেছে। জিও এবং এয়ারটেল দুটি কোম্পানি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুটি নতুন পরিকল্পনা। জিও নিয়ে এসেছে ৩৯৮ টাকার পরিকল্পনা এবং এয়ারটেল নিয়ে এসেছে ৩৯৯ টাকার প্ল্যান। চলুন তাহলে এই দুটি প্লানের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio ৩৯৮ টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর এই ৩৯৮ টাকার প্ল্যান হলো জিও সিনেমা প্রিমিয়াম প্ল্যান। এই প্ল্যানে ২৮ দিনের বৈধতা আসে এবং প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পাওয়া যায়। এই প্ল্যান যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি ফাইভ-জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একেবারে বিনামূল্যে। অন্যদিকে আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন আপনাদের জন্য রয়েছে। এর মধ্যে অন্যতম হলো জিও টিভি জি ফাইভ সনি লিভ এবং জিও সিনেমা প্রিমিয়াম
এয়ারটেল ৩৯৯ টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে কিন্তু আপনি বেশি ডাটা পেয়ে যাবেন। ২৮ দিনের বৈধতা সমৃদ্ধ এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও যে জায়গায় এয়ারটেলের ৫জি ইন্টারনেট চলে সেখানে ৫জি ইন্টারনেট আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি পেয়ে যাবেন প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ। এই প্ল্যান এর সাথে আপনাকে airtel xstream play এর পুরো সাবস্ক্রিপশন দেওয়া হয়। এখানে ১৫টার থেকেও বেশি এপ্লিকেশন রয়েছে।