টেক বার্তা

উৎসবের মরসুমে ফের Jio ধামাকা, সবাই কিনতে পারবেন এমন ফোন লঞ্চ করল কোম্পানি

Advertisement

উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য আরও একটি উপহার নিয়ে এলো রিলায়েন্স জিও। মাত্র কয়েকদিন আগে জিও এয়ার ফাইবার বাজারে এনেছে সংস্থাটি এবং এখন গ্রাহকদের জন্য একটি সস্তা, সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন চালু করেছে কোম্পানি। জিও তার জিও ভারত সিরিজে আরও একটি ফোন যুক্ত করেছে। সংস্থাটি গ্রাহকদের জন্য Jio Bharat B1 চালু করেছে।

জিওর সর্বশেষ Jio Bharat B1 ইতিমধ্যে বাজারে উপলব্ধ জিও JioBharat V2 এবং K1 Karbonn এর বৈশিষ্ট্যগুলির দিক থেকে কিছুটা উন্নত। নতুন এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বি১ সিরিজের নামে যুক্ত করা হয়েছে। জিও ভারত বি১-এ গ্রাহকরা ৪জি নেটওয়ার্কের কানেক্টিভিটি পাবেন।

Jio Bharat V2

উৎসবের মরসুমের কথা মাথায় রেখে জিও খুব যুক্তি সঙ্গত দামে জিও ভারত বি ১ লঞ্চ করেছে। সংস্থাটি এটি মাত্র ১২৯৯ টাকায় চালু করেছে। এতে ব্যবহারকারীরা পাবেন ২.৪ ইঞ্চি স্ক্রিন এবং ২০০০ এমএএইচ ব্যাটারি। সস্তার এই ফোরজি ফিচার ফোনে রিয়ার সাইডেও ক্যামেরা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ক্যামেরা সেটআপ তৈরি করা হয়েছে গুগল পিক্সেল এর ডিজাইনে।

জিও ভারত ভি ২ এবং কে ১ কার্বনের মতো গ্রাহকরা জিও ভারত বি ১-এ জিও অ্যাপ্লিকেশনগুলির সাপোর্ট পাবেন। এই ফিচার ফোনে ব্যবহারকারীরা সিনেমা ও খেলাধুলাও উপভোগ করতে পারবেন। জিও ভারত বি১-এ ফোনে পাওয়া যাবে ২৩টি ভারতীয় ভাষা। শুধু তাই নয়, এই ফিচার ফোনের সাহায্যে আপনি ইউপিআই পেমেন্টও করতে পারবেন। সংস্থাটি অনলাইন পেমেন্টের জন্য এতে জিওপে দিয়েছে। সংস্থাটি জিও Jio Bharat B1 শুধুমাত্র কালো রঙের সংস্করণে লঞ্চ করেছে।

Related Articles

Back to top button