Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৪৯ এবং ৬৯ টাকায় দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল JIO

Updated :  Wednesday, February 26, 2020 1:44 PM

রিল্যায়ান্স জিও তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন প্ল্যান নিয়ে এলো। ৪৯ এবং ৬৯ টাকার এই প্ল্যান দুটিতে গ্রাহকরা ১৪ দিনের ভ্যালিডিটি পাবেন। ৪৯ টাকার প্ল্যানটিতে ১৪ দিনের ভ্যালিডিটির সাথে ২ জিবি ইন্টারনেট, জিও থেকে জিও আনলিমিটেড কলিং এর সুবিধা এবং জিও থেকে অন্য অপারেটরে ২৫০ মিনিট ফ্রি দেওয়া হবে।

একই ভাবে ৬৯ টাকার প্ল্যানটিতে ১৪ দিনের ভ্যালিডিটির সাথে ৭ জিবি ইন্টারনেট, জিও থেকে জিও আনলিমিটেড কলিং এর সুবিধা এবং জিও থেকে অন্য অপারেটরে ২৫০ মিনিট ফ্রি দেওয়া হবে। দুটি প্ল্যানেই এই সুবিধার পাশাপাশি সমস্ত জিও অ্যাপস ব্যবহার করার সুবিধা এবং ২৫ টি করে এসএমএস দেওয়া হবে।

আরও পড়ুন : মাসে খরচ ১০০ টাকার কম, প্রতিদিন ২ জিবি ডেটা, দুর্দান্ত অফার নিয়ে হাজির BSNL

গত সপ্তাহেই জিও তাদের গ্রাহকদের জন্য ২১২১ টাকার একটি নতুন প্ল্যান এনেছিল। লম্বা ভ্যালিডিটির প্ল্যান যারা খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানটি ছিল আদর্শ। এতে ৩৩৬ দিনের জন্য মোট ৫০৪ জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছিল জিও। অর্থাৎ প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, সাথে জিও থেকে জিও আনলিমিটেড কলিং এবং জিও থেকে অন্যান্য অপারেটরে ১২০০০ মিনিট কলিং এর সুবিধা। এই মুহূর্তে জিও ওয়েবসাইটে এই সবকটি প্ল্যানই উপলব্ধ আছে।