মূল্যবৃদ্ধির যুগে অবিশ্বাস্য কম দামে ফোন আনছে রিলায়েন্স জিও। মাত্র ৩৯৯ টাকা মূল্যের জিও ফোন বাজারে আনছে জিও। তবে ঠিক কবে এই ফোন বাজারে আসবে তা হয়তো নতুন বছরের শুরুতেই ঘোষণা করা হবে। এই ফোনে কথা বলার পাশাপাশি থাকবে এসএমএস এর সুবিধা, কিন্তু এই ফোনে ইন্টারনেট পরিষেবা উপলব্ধ হবে না।
দিন দিন যেভাবে ফোনের মান্থলি প্যাকেজ বেড়ে যাচ্ছে এত সাধারন মানুষের ফোনের পেছনে খরচ কমাতে সাহায্য করবে এই ফোন। সস্তায় কার্যকরী এই ফোনের নাম জিও লাইট। ডিজিটাল যুগে ফোন একটি অত্যাবশ্যক জিনিস কিন্তু অনেক খরচ হওয়ায় অনেকেই এড়িয়ে যান ফোনকে,আবার অনেক সময় নতুন ফোন কেনার কথা ভাবলেও দামের জন্য পিছিয়ে যেতে হয়। জিওর এই নতুন ফোন সব মানুষের ব্যবহারের উপযোগী হবে এবং খরচটাও সাধ্যের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ১০০০ টাকার ছাড় দিয়ে কিনতে পারেন এই দুর্দান্ত ফিচার স্মার্ট ফোন
শোনা যাচ্ছে এই ফোনে মাসে ৫০ টাকার প্ল্যান লঞ্চ করা হবে, যদিও তা অনিশ্চিত। এই ফোনে জিও টু জিও ফ্রি কল করা যাবে, অন্য নম্বরে ৬ পয়সা প্রতি মিনিট চার্জ কাটবে। এছাড়া রোজ ১০০ টা ফ্রি এসএমএস পাঠানো যাবে। এত কম দামে বিবিধ সুবিধার এই ফোনটি হয়তো টাচস্ক্রিনের হবে না, ফোনটি সম্ভবত কিপ্যাড ফোন হবে বলে অনুমান করা হচ্ছে।