দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও এবার নিয়ে এসেছে এমন এক রিচার্জ প্ল্যান, যা খরচে যেমন সাশ্রয়ী, তেমনই বৈধতার দিক থেকেও দীর্ঘস্থায়ী। নতুন এই প্রিপেইড প্ল্যানের দাম মাত্র ৮৯৫ এবং এটি ব্যবহার করা যাবে টানা ৩৩৬ দিন, অর্থাৎ প্রায় ১১ মাস।
এই প্ল্যান মূলত জিও ফোন ও জিও ভারত ফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন প্রতিমাসে নির্দিষ্ট সুবিধাসমূহ – যাতে রয়েছে ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেট পরিষেবা।
এই প্ল্যানে যা থাকছে:
অফুরন্ত কলিং: সব লোকাল ও এসটিডি নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং
ইন্টারনেট ডেটা: প্রতি ২৮ দিনে ২ জিবি হাই স্পিড ডেটা (মোট ২৪ জিবি পর্যন্ত)
এসএমএস সুবিধা: প্রতি ২৮ দিনে ৫০টি করে ফ্রি SMS
এই প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর দীর্ঘ বৈধতা এবং কম খরচে বহুদিনের পরিষেবা। বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করেন না বা খুব বেশি ডেটা ব্যবহার করেন না, তাঁদের জন্য এটি একটি দারুণ বিকল্প।
এটি স্মার্টফোন ইউজারদের জন্য নয়, শুধুমাত্র জিও ফোন এবং জিও ভারত ফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই সাশ্রয়ী প্ল্যানের মাধ্যমে জিও আবারও প্রমাণ করল যে, ডিজিটাল কানেক্টিভিটি শুধুমাত্র শহর বা উচ্চমধ্যবিত্তের জন্য নয়—গ্রামাঞ্চল ও সাধারণ মানুষের হাতেও তা পৌঁছে দেওয়া সম্ভব।
এই প্ল্যানটি MyJio অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে।














